বন্ধুত্বের হাত ধরেই যে প্রেমের শুরু হয় এবার সেই জল্পনায় গ্রীনসিগন্যাল পড়লো। প্রেম করছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং আদিত্য সেনগুপ্ত। এর আগেই বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তাঁদের প্রেমের গুঞ্জন। পুজোর সময়টা বাঙালির প্রেমের মরশুম বটে। তাই পুজোতেই নিজেদের সম্পর্কটা আরও মজবুত করলেন এই অভিনেত্রী ও পরিচালক।পুজোর শেষ লগ্নে ভক্তদের জন্য সুখবর দিলেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। পুজোর পর নিজের ও আদিত্যের একটি রিল ভিডিয়ো তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। যেখানে অনুষাকে বেগুনি কাঞ্জিভরম ও ম্যাচিং ব্লাউজ পরে এবং আদিত্যকে স্ট্রাইপ পাঞ্জাবিতে দেখা যাচ্ছে। ক্যাপশনে হিন্দি ভাষায় অভিনেত্রী লিখেছেন ‘পেয়ার দোস্তি হ্যায়’।এই ক্যাপশনের মাধ্যমেই অনুষা নিজের এবং আদিত্যের প্রেমের সম্পর্কের কথা ভক্তদের জানালেন কিনা সেই নিয়ে চলছে গুঞ্জন।
কার সঙ্গে প্রেম করছেন অনুষা?
আদিত্যর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। নিজের সেই বন্ধুকেই এবার জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন কিনা তা কিন্তু স্পস্ট নয়। এর আগে ছেলেবেলার বন্ধু ঋতব্রত মুখার্জীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। অশোক বিশ্বনাথন এবং মধুবন্তী মৈত্রর মেয়ে অনুষা। বন্ধু’র সঙ্গেই প্রেম করছেন কি মধুবন্তী কন্যা? জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিকের মাধ্যমে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। অপরাজিতা আঢ্যর সঙ্গে তাঁর মা মেয়ের জুটি অনেক ভালোবাসা কুড়িয়েছে ভক্তদের। যদিও এর আগেও তিনি বহু সিনেমা, সিরিজে কাজ করেছেন। বেশ কম বয়েস থেকেই রুপালি পর্দায় কাজ করছেন তিনি।আবার প্রজাপতি বিস্কুট ছবির মাধ্যমে টলিউডে প্রবেশ করেন অভিনেতা আদিত্য সেনগুপ্ত। এরপর তিনি পরিচালক হিসেবেও টলিউডে আত্মপ্রকাশ করেন। জনপ্রিয় অভিনেত্রী খেয়ালি দস্তিদারের ছেলে আদিত্য। তাঁর পরিচালিত মিশন দুগ্গা দুগ্গায় কাজ করেছিলেন অনুষা। তখন থেকেই টলিপাড়ায় শোনা যায় তাঁদের প্রেমের গুঞ্জন। খুব সম্ভবত এই ছবির সেটেই দুজন দুজনাকে মন দিয়ে বসেন।
আদিত্য-অনুষার বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেন। একইসাথে দুজনে ঘুরতেও যান বহু জায়গায়। চলতি বছরেও আগস্ট মাসে দুজনে একইসাথে প্র্যাগ ঘুরতে গিয়েছিলেন। তখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেদের একাধিক ছবি, ভিডিয়ো। সেই সময় থেকেই ভক্তদের মধ্যেও শুরু হয় তাঁদের সম্পর্কের চর্চা। পোল্যান্ডে তাঁরা একসঙ্গে দেখতে গিয়েছেন টেলর সুইফটের কনসার্ট। সেখানে শাড়ি পরে আদিত্যর বাহুডোরে দেখা যায় অনুষাকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন অনুষা। ইউরোপের মাটিতে তিনি শাড়ি পরিহিত ও পাশে শার্ট এবং ট্রাউজার পরে দাঁড়িয়ে আছেন আদিত্য। আরেকটি ছবিতে আদিত্য অনুষাকে জড়িয়ে ধরে আছেন। কানাঘুষো শুরু হয় তখন থেকেই। এই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই গুঞ্জনের সূত্রপাত।এবারে সেই গুঞ্জন যেন আরও জোড়ালো হয়ে উঠলো কিং খানের ডায়লগে। অভিনেত্রী যেন নিজেই স্বীকার করে নিলেন যে তাঁর বন্ধুই তাঁর প্রেমিক। স্পস্ট কিছু না জানালেও কথার অর্থ একরকম তাই দাঁড়ায়। তবে তাঁদের সম্পর্কে বেশ খুশি অনুরাগীরা। এক ভক্ত মন্তব্য করেছেন, “আপনারা এমনই থাকুন। খুব ভালো লাগে আপনাদের একসঙ্গে।” আরেকজন ভক্ত লিখেছেন, “নজর না লাগে। খুব পছন্দের জুটি আপনারা।”তাঁদের এই সম্পর্কে খুশি টলিপাড়ার অন্যান্য তারকারাও। অভিনেত্রী ইশা সাহা ওই পোস্টে ভালোবাসায় ভরা মন্তব্য করেছেন। আবার অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ একটু মজার ছলেই লিখেছেন, ‘ওমা তাই বুঝি?’
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার