একটা সময় শহর থেকে গ্রামাঞ্চলে, পথে-ঘাটে, মেলায় প্রায়শই দেখা মিলত “বহুরূপী”-দের। কখনও শিব, কখনও দুর্গা এমন বিভিন্ন রকমের রূপ নিয়ে ধরা দিতেন তাঁরা। আট থেকে আশি সকল বয়সের মানুষদের মনোরঞ্জনের জন্য মুখে রঙ মেখে বাসে-ট্রামে ঘুরে বেড়াতেন তাঁরা। বর্তমানে সময়ের সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে না পারার কারণে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে বাংলার এই ঐতিহ্য। সুদূর গ্রামাঞ্চলেও তাঁদের আর দেখা মেলেনা। প্রদীপের নিভন্ত আলোর শিখার মতো কোথাও কেউ হয়েতো আজও এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। এবার হারিয়ে যাওয়া বহুরূপী শিল্পীদের নিয়ে কলম ধরলেন সিনেমার পর্দার বহুরূপী পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, চলতি বছর পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত “বহুরূপী” সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাঁর পরিচালিত ছবিতে অভিনয় করেছেন ননীচোরা দাস বাউল। যিনি বাস্তবে পেশায় একজন “বহুরূপী” শিল্পী। এই প্রথমবার কোনও “বহুরূপী” শিল্পীকে পর্দায় দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে প্লেব্যাকও করেছেন শিল্পী ননীচোরা দাস বাউল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে একটি ছবি দিয়ে পরিচালক লিখেছেন, “ইনি একজন বহুরূপী শিল্পী। আমাদের ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ও করেছেন, গানও গেয়েছেন, কথাও দিয়েছেন, সুরও করেছেন। ওঁর নাম ননীচোরা দাস বাউল। প্রথমবার কোনও বহুরূপী শিল্পী সিনেমায় প্লে-ব্যাক করলেন এবং অভিনয় করলেন। সাধারণত বহুরূপী বলতে যেটা বোঝা যায়, রং মেখে নানারকম মানুষ সেজে এরা লোকালয়ে মানুষদের মধ্যে মিশে থাকে। অনেকে বলে বীরভূমে বহুরূপীদের বেশি পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বহুরূপী সম্প্রদায় লোকশিল্পী। যদিও বর্তমানে আনুমানিক মোটে ১০৮ জন পড়ে আছেন। বিলুপ্তপ্রায়। ঠিক যেমন ভাবে প্রাণী বহুরূপীও বিলুপ্তির পথে। এরা লোকশিল্পী। এরা পুরাণের কথা, পঞ্চতন্ত্রের কথা, দেব-দেবীর কথা গান গেয়ে মানুষের ঘরে ঘরে বলে বেড়ান। অনেকটা কথকঠাকুরের মতন”।
তিনি আরও লিখেছেন, “শোনা যায় ব্রিটিশ আমলে বিপ্লবীদের ধরার জন্য ব্রিটিশ পুলিশ বহুরূপীদের ব্যবহার করত। আমাদের দেশের পুলিশও ডাকাত ধরবার জন্য বহুরূপীদের ব্যবহার করত। আমাদের সিনেমায় বহুরূপী কী ভাবে থাকবেন সেটা পর্দাতেই দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন। বাসে কোনো বহুরূপী শিল্পী উঠলে আজ তাকে নামিয়ে দেওয়া হয়। আমি চাইব ননীর গান, ননীর সুর আপনারা শুনবেন। আশা করব আপনাদের ভালো লাগবে”।
উল্লেখ্য, উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় “বহুরূপী” ছবিতে অভিনয় করতে দেখা দেখা যাবে, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় সহ প্রমুখ অভিনেতাদের।
Sudeshna
About Author
You may also like
Culture & Society
দীর্ঘদিনের দাম্পত্য এবার বিচ্ছেদ, কোন পথে হাঁটছে চন্দ্রবিন্দু খ্যাত অনিন্দ্যর সম্পর্ক?
- BY ankitaghosh
- August 21, 2024
- 0 Comments