ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকার ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি একটি পডকাস্ট শো যার নাম চ্যাপ্টার ২ সেখানে এই তারকা দম্পতি তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ফারহান এবং শিবানী দণ্ডেকার সম্পর্কের বিস্তারিত
শিবানী এই পডকাস্টে জানান যে ফারহান আখতারের সঙ্গে সম্পর্কের কারণে তাকে গোল্ড ডিগার তকমা পেতে হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ার ট্রোলাররা তাঁদের এই সম্পর্ককে ‘ লাভ জিহাদ ‘ আখ্যা দিয়েছেন। এই পডকাস্ট শো চ্যাপ্টার ২ সঞ্চালনা করেন রিয়া চক্রবর্তী। তাঁর সঙ্গে সাক্ষাৎকারে শিবানী জানান, ” ফারহানের সঙ্গে যখন আমার সম্পর্ক শুরু হয় তখন মানুষ গোল্ড ডিগার এবং লাভ জিহাদ এই জুটি জিনিস আমাকে বলতো। কিন্তু আমি এর সঙ্গে কী করবো? আমি মোটেও কান্নাকাটি করে ঘুমাতে যাব না , কারণ আমি জানি আমি গোল্ড ডিগার নয়”।
তিনি আরো যোগ করলেন ,” মূলত ফারহান এসেছে মুসলিম ঘর থেকে এবং আমি হিন্দু বাড়ি থেকে। আর আমরা বিয়ে করেছি এবং বর্তমানে আমরা খুশি। এটাই আমাদের এখনকার পরিস্থিতি। আপনাদের যা বলার বলুন”।ফারহান আখতার এবং শিবানী দণ্ডেকর একে অপরকে তিন বছর ধরে ডেট করেছেন।
ফারহান শিবানীর প্রেম কীভাবে?
২০১৫ সালে ফারহান ও শিবানীর দেখা হয় একটি টেলিভিশন রিয়েলিটি শোয়ের সেটে যেখানে ফারহান ছিলেন সঞ্চালক এবং শিবানী ছিলেন একজন প্রতিযোগী। এরপর ২০১৭ সাল থেকে একে অপরকে ডেট করা শুরু করেন এই যুগল। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি খান্ডলায় ফারহানা আখতারের ফার্ম হাউসে পরিবারের কাছের মানুষ এবং কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে বিয়ে সারেন এই জুটি। সেই পডকাস্ট শোয়ে দেওয়া
সাক্ষাৎকারে শিবানীকে সমর্থন জানিয়ে ফারহান বলেন , ” যদি উদ্দেশ্য হয় ইচ্ছে করে কষ্ট দেওয়ার তাহলে কেন তাদেরকে গুরুত্ব দেব?”।এমনকি এই সাক্ষাৎকারে তাঁরা এটাও বলেন যে বিয়ের পরেই
তাঁরা ছুটে গিয়েছিলেন থেরাপিস্ট-এর কাছে। তাঁদের মতে ,” এই বিষয়টা অনেকটা সেই জিমে যাওয়ার মতো ছিল, এর কারণ এখানেও সেই জিমের মতো নিয়ম করে যেতে হবে আর আমাদের থেরাপি চালিয়ে যেতে হবে। আমাদের বিয়ে হয়েছিল সোমবার। আর আমাদের থেরাপিস্টের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমাদের বিয়ের সপ্তাহের বুধবারে। আমার মনে আছে, যখন আমারা থেরাপিস্টের কাছে গিয়েছিলাম তিনি আমাদের দেখে অবাক হয়ে গিয়েছিলেন। আর আমাদের বলেছিলেন তোমরা এখানে কী করতে এসেছো? সবে মাত্র ২৪ ঘণ্টা হয়েছে তোমরা বিয়ে করেছো”।
আরও পড়ুন
প্রসঙ্গত, এর আগে ফারহান সেলিব্রেটি কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন ২০০০ সালে। তবে ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। প্রথম বিয়ে থেকে ফারহান আখতারের দুটি কন্যা সন্তান রয়েছে, শাক্য এবং আকিরা।