বলিউডের পরিচিত মুখ অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া।এই দুই তারকাই ২০১২ সালে ‘ইশাকজাদে’ এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।এই সিনেমায় তাঁদের অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিল।এর পর থেকে কয়েকটি কাজে তাঁদেরকে একসঙ্গে দেখা গিয়েছে।এরই মধ্যে একটি মিউজিক ভিডিওতে এই দুই দুঁদে অভিনেতাকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে।এই ভিডিওটিকে প্রসংসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা।
কী আছে ভাইরাল হওয়া ভিডিওতে?
সম্প্রতি এই দুই তারকাকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেটি সেটের পর্দার পিছনের ভিডিও।সেখানেই অর্জুনকে দেখা যাচ্ছে স্যুট পরে কফির কাপে চুমুক দিতে।সেখানে অভিনেত্রী পরিণীতিকেও দেখা গিয়েছে তবে পিছন থেকে।এই ভিডিওটিকেই ঘিরে শুরু হয়েছে জল্পনা।গুঞ্জন শোনা যাচ্ছে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের।
কোথায় একসঙ্গে দেখা যাবে অর্জুন ও পরিণীতিকে?
ঠিক কোন কাজে একসঙ্গে দেখা যাবে তাঁদের তা এখনও অস্পষ্ট।সিনেমা,বিজ্ঞাপণ নাকি মিউজিক ভিডিও এই নিয়ে অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয়েছে মতভেদ।আপাতত তাঁদের এই কাজকে গোপন রাখা হয়েছে।বর্তমানে বক্সঅফিসে নতুনভাবে মুক্তি পাচ্ছে পুরোনো হিট সিনেমাগুলি।অর্জুন ও পরিণীতির অনুরাগীরা ‘ইশাকজাদে’ সিনেমাটিকে পুনরায় মুক্তি দেওয়ার আবেদন করেছেন।অনুরাগীরা পর্দায় আবারও দেখতে চান এই দুই অভিনেতার পর্দার সমীকরণ।
অর্জুনকে শেষবার দেখা যায় অজয় বাহলের ‘দ্য লেডি কিলার’ সিনেমায়।আবারও তাঁকে দেখা যাবে রোহিত শেঠির ‘সিংগাম এগেইন’ সিনেমায়। যা চলতি বছরেই মুক্তি পেতে চলেছে।অপরদিকে পরিণীতি চোপড়াকে শেষবার দেখা গিয়েছিল ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’ ছবিতে। এখানে তিনি অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। তিনি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এখানে। তাঁর অভিনয়ের জন্য সমালোচকদের কাছ থেকে ভালবাসা এবং প্রশংসা দুই পেয়েছেন অভিনেত্রী।
অর্জুনের ‘দ্য লেডি কিলার’ সিনেমাটি ২০২৩সালের নভেম্বরে মুক্তি পায়।এটি ভারতের সবথেকে বড় ফ্লপ ফিল্ম। এই সিনেমাটি বক্স অফিসে এক লক্ষ টাকা আয় করেছিল।এই সিনেমাটি অসফল হওয়ার পিছনে মূল কারণ হল মাত্র কয়েকটি থিয়েটারেই এটি মুক্তি পেয়েছিল।এই সিনেমাটির প্রথম দিনে মাত্র ২৯৩ টি টিকিট বিক্রি হয়েছিল।তাতে আয় হয়েছিল ৩৮,০০০ টাকা।ইউটিউবে সিনেমাটি সরাসরি সম্পচার করা হয়।এই কারণে সমালোচনার ঝড় ওঠে দর্শক মহলে।দর্শকদের দাবি ছিল কেন কোন ওটিটি প্লাটফর্মে দেওয়া হলো না ছবিটি।