সোমবার রাতে অর্থাৎ ২৬ আগস্ট ২০২৪, ফেসবুক লাইভে এসে একগুচ্ছ প্রশ্নের উত্তর দেন গায়ক অরিজিৎ সিং। আবারও সরব হন আরজি কর হত্যাকাণ্ড নিয়ে। সম্প্রতিতে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন এক সপ্তাহের মধ্যে বিচার না পেলে পথে নামবেন তিনি। যা বোঝানোর তার আগেই যেন বোঝানো হয়, পথে নামার পর তিনি আর কিছু শুনবেন না। এবার তাঁকে দেখা গেল এই ঘটনার প্রতিবাদ অন্য সুরে করতে, এতদিন যাবত কথা উঠেছে তাঁর বহু পদক্ষেপ নিয়ে। কথা হয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকা নিয়ে, পথে না নামা নিয়ে। তবে এরই মধ্যে তাঁর আন অফিসিয়াল টুইটার একাউন্টে দেখা গেছে বহু পোস্ট। অরিজিৎ এবার প্রতিবাদ জানালেন তাঁর নিজের লেখা গানের মধ্য দিয়ে, যা তিনি লিখেছেন তিলোত্তমাকে নিয়ে। সোশ্যাল মিডিয়া লাইভে এসে সেই গান ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে। এরই মধ্যে অরিজিৎকে বলতে শোনা যায় তাঁর গলার সমস্যার বিষয় নিয়ে। বেশ অনেকদিন ধরেই গান গাইতে পারছেন না তিনি। তবে বাড়িতে বসেই গানের সঙ্গে জড়িত টুকিটাকি কাজ করছিলেন । পথে না নামা প্রসঙ্গে মুখ খুললেন এবার তিনি, স্পষ্ট বললেন “আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে। অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওঁরাও হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কী হবে? পথে নেমে গেলেই তো হল না। বিশৃঙ্খলা হলে মুশকিল। সবাই তো নামছে পথে। আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। আমি পথে নামব কি না, তা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। খুব তুচ্ছ ব্যাপার। যাঁরা কথা বলছেন বলুন। এতেও জনমত তৈরি হবে। বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে।” তবে তাঁর অসুস্থতার মাঝেও মাথা থেকে বের করে দিতে পারেননি ৩১ বছরে তরুণী ডাক্তারের মৃত্যু। এর আগেও বহু ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি তবে এই ঘটনার প্রভাব পড়েছে তাঁর ওপর বিস্তর। এই বিষয়ে লাইভে এসে তিনি বলেন “এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে… আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারিনা আমরা।”অরিজিৎ সিং গানের জগতের মানুষ তাই তিনি প্রতিবাদ জানিয়েছেন গানের মধ্য দিয়েই। ইতিমধ্যেই তাঁর গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দিন সোশ্যাল মিডিয়া লাইভে এসে তিনি বলেন নেতাজির মতন নেতৃত্বের অভাব বোধ করছেন , যে সঠিক পথ দেখাতে পারে। তবে তিনি আরও বলেন সমাজের এই একতা তাঁকে মনের জোর দিচ্ছে এবং তিনি বিশ্বাস করেন এর বিচার তিনি এবং সমাজ পাবেই।
Previous Article