বলিউড এবং টলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বর্তমান প্রজন্মের কাছে তাঁর গান মানে অনেকটা মানসিক আরাম। আধুনিক যুগের গান থেকে শ্যামা সঙ্গীত সব ধরনের ঘরানার গানেই পারদর্শী তিনি। দেশ-বিদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের দরবারে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এবার বাংলার ছেলের মুকুটে যুক্ত হলো নয়া পালক।
বিখ্যাত পপ তারকা টেলর সুইফট। যার ঝুলিতে রয়েছে মোট ১৪টি গ্র্যামি। পাশ্চাত্য সঙ্গীত জগতের বিশ্ব বিখ্যাত গায়িকা তিনি। পাশাপাশি সবচেয়ে ধনী পপস্টারও এই টেলর সুইফট। এবার তাকেই টেক্কা দিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
অরিজিত সিং এর ঝুলিতে নয়া রেকর্ড
প্রসঙ্গত, সঙ্গীতপ্রেমীদের গান শোনার একটি অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম হল স্পটিফাই। গানের পাশাপাশি পছন্দের গায়ক গায়িকাকেও এখানে ফলো করতে পারেন শ্রোতারা। এবার সেই অনুরাগীর সংখ্যায় টেলর সুইফটকে হারিয়ে দিলেন অরিজিৎ সিং। সারা বিশ্বে এক নম্বর স্থান অধিকার করে নিলেন গায়ক। বর্তমানে স্পটিফাইয়ে তাঁর ফলোয়ারসের সংখ্যা ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন। সংখ্যাটা নেহাতই কম নয়। টেলর সুফট রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর ফলোয়ারস ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন।
অন্যদিকে এই তালিকার তিন নম্বর স্থানে রয়েছেন এড শেরন। যার অনুরাগীর সংখ্যাটা এই মুহূর্তে ১১ কোটি ৫০ লক্ষের কাছাকাছি। পাশাপাশি এই তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁরা ১০ কোটির গণ্ডি পেরোতে পারেননি।
সুত্রানুযায়ী, বছরখানেক আগে এই তালিকার শীর্ষ স্থানে ছিলেন এড শেরন। অন্যদিকে গত বছর অগাস্ট মাসে স্পটিফাইতে অরিজিৎ সিং এর ফলোয়ারস ছিল প্রায় সাড়ে আট কোটির কাছাকাছি। মাত্র একবছরের মাথায় সংখ্যা লাফিয়ে বেড়েছে অরিজিৎ সিং এর অনুরাগীর সংখ্যা। যা দেখে হতবাক সকলে।
চলতি বছরই ফেব্রুয়ারি মাসে অরিজিৎ সিং-কে হারিয়ে শীর্ষে স্থানে পৌঁছেছিলেন টেলর সুইফট। তবে মাত্র কয়েক মাসের মাথায় দ্বিতীয় স্থানে চলে আসতে হলো তাঁকে।
কেমন মানুষ অরিজিৎ সিং?
জগতজোড়া খ্যাতি হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণভাবে থাকতে ভালোবাসেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ- এর এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি। বরাবরই লাইমলাইট থেকে একটু দূরে থাকতে পছন্দ করেন গায়ক। বর্তমান প্রজন্মের অত্যন্ত পছন্দের গায়ক অরিজিৎ সিং। আরজি কর কাণ্ডে তার লেখা গান আর কবে এখন গোটা বাংলায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে।