বিরাট কোহলির জন্য জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা লিখেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। জন্মদিনের উদ্দ্যেশ্য দেওয়া পোস্টে তাঁদের সন্তান ভামিকা এবং আকায়কে দেখা গেছে।
ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অনুষ্কা
অনুষ্কা তাঁর ক্রিকেটার স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে প্রথমবারের মতো তাঁর ছেলে আকায় কোহলির একটি ছবি শেয়ার করেছেন। তবে ছেলে মেয়ে দুজনেরই মুখ অনুষ্কা ঢেকেছেন স্টিকার দিয়ে। কিং কোহলি এবারে তাঁর ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন। প্রতি বছরের মতো, তাঁর অভিনেত্রী স্ত্রী নিজের ভালবাসা প্রকাশ করতে বরের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন।
ছবিতে, বিরাটকে তাঁদের দুই সন্তান ভামিকা এবং আকায়কে কোলে ধরে থাকতে দেখা যায়। আকায়কে বিরাট কোলে নিয়ে রয়েছেন আর ভামিকা যেন তাঁর হাতে ঝুলছে। বিরাট তাঁর বাচ্চাদের সাথে নিয়ে হাসিমুখে আছেন। এই প্রথম অনুষ্কা আকায়ের এক ঝলক শেয়ার করলেন।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি কয়েক বছর ধরে ডেট করার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন। ২০২১ সালে, তাঁদের প্রথম সন্তান ভামিকাকে পৃথিবীতে স্বাগত জানান। আর চলতি বছর এই দম্পতির জীবনে আশীর্বাদ স্বরূপ এসেছে আকায়।
সোশ্যাল মিডিয়াতে বিরাট ও তাঁর দুই সন্তানের ছবি পোস্ট করে, অনুষ্কা বুঝিয়ে দিলেন আকায় ও ভামিকাকে সামলাতে বিরাটের বেশ নাজেহাল অবস্থা।অনুষ্কার শেয়ারকৃত ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানকে কোলে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। তাঁদের দুই সন্তান যে মোটেই শান্তশিষ্ট নয়, তা অনুষ্কার পোস্ট করা এ ছবি দেখে ধারণা করা যায়।
কেরিয়ার নিয়ে অনুষ্কার বড় সিদ্ধান্ত
অনুষ্কাও অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে দায়িত্ব পালনে ভীষণ ব্যস্ত। সন্তান হওয়ার পর বাকি অন্যান্য মায়েদের মতো অনুষ্কার জীবনও পাল্টে গেছে। সে কারণেই এবার অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। তাঁর পেছনেই বেশিরভাগ সময়টা দিতে চান তিনি। তাই এখন আর আগের মতো সিনেমা করতে পারবেন না অভিনেত্রী। খুব বেছে বেছে কম সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এখন থেকে বছরে একটির বেশি সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা।
এ প্রসঙ্গে অনুষ্কা আরও বলেন, জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। যেভাবে জীবন কাটাচ্ছেন, তাতে তিনি খুব খুশি। একজন অভিনেত্রী বা তারকা হিসেবে অথবা মা-স্ত্রী হিসেবে কিছু প্রমাণ করতে চান না তিনি।তিনি শুধু সেটাই করবেন, যেটা তাঁকে আনন্দ দেয়। তিনি অভিনয় উপভোগ করেন, তবে এখন থেকে বছরে একটি করেই সিনেমা করবেন।
অনুষ্কা আরও বলেন, পরিবারকে বেশি সময় দিতে চান। কারণ ভামিকার এখন তাঁকে প্রয়োজন। বিরাট যদিও বাবা হিসেবে অসাধারণ একজন মানুষ। তিনিও যতটা পারেন মেয়েকে সময় দেন। তবে এটা সঠিক যে, বাবার চেয়েও ভামিকার এখন মা’কে বেশি দরকার। অনুষ্কা বছরে একটির বেশি সিনেমা করবেন না বলার পর তার অনুরাগীরা মন খারাপ করেছেন। তবে সন্তানদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর প্রশংসাও করছেন অনেকেই।
অনুষ্কার দেওয়া জন্মদিনের পোস্ট মন জিতেছে ভক্তদের। অনুরাগীরা বিরাটের জন্য মন্তব্যে ভরে দিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, “রাজকুমার এবং রাজকন্যের সঙ্গে রাজা” আবার অন্য একজন মন্তব্য করেছেন, ওই ছবিটি সেদিন ইন্টারনেটে সবচেয়ে সুন্দর ছবি। অনুষ্কা শর্মাকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে জিরো ছবিতে। আগামীতে অভিনেত্রীর একটি অপ্রকাশিত চলচ্চিত্র আসবে, চাকদা এক্সপ্রেস।