জঙ্গলি মিউজিক যা টাইমস মিউজিকের অপর একটি শাখা তার সঙ্গে উইন্ডোজ প্রোডাকশন যৌথ ভাবে পর পর চারটি বাংলা ছবি উপহার দিতে চলেছে দর্শকদের। তাদের এই জোটবন্ধন শুরু হয় ২০১৩ সাল থেকে। জঙ্গলি মিউজিক এবং উইন্ডোজ প্রোডাকশন একসঙ্গে তাদের দর্শকদের ‘বেলাশুরু’, ‘বেলাশেষে’, ‘রসগোল্লা’ ইত্যাদি হিট ছবি উপহার দিয়েছেন।
আসছে ৪ নতুন বাংলা ছবি
এবার এই জুটির এই বছর অর্থাৎ ২০২৪ সালের অত্যন্ত দুটি প্রত্যাশিত ছবি ‘বহুরূপী’ এবং ‘আমার বস’ যা যথাক্রমে অক্টোবর এবং ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে চলতি বছরেই। এছাড়া আরও দুটি ছবি তারা নির্মাণ করতে চলেছেন এরপর। এই মুহূর্তে ‘বহুরূপী’-কে ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ছবিটি অক্টোবরের ৮ তারিখ মুক্তি পাবে সিনেমা হলে। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋতাভরী চক্রবর্তী , কৌশানি মুখার্জী এবং স্বয়ং শিবপ্রসাদ মুখার্জী নিজে। ইতিমধ্যে ছবির সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে যা দেখে রীতিমত উচ্ছ্বসিত দর্শকরা।
এছাড়া মুক্তি পেয়েছে বহুরূপী ছবির অন্যতম গান ডাকাতিয়া বাঁশি। যা অল্প কয়েকদিনের মধ্যেই দর্শকের ভালোবাসা পেয়েছে। এই গানে গ্রাম বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন বাদ্যযন্ত্র যা প্রায় বিলুপ্ত হতে চলেছে তার ব্যবহার করা হয়েছে। এই গানটি রচনা করেছেন বনি চক্রবর্তী এবং এই গানটি পরিবেশন করেছেন শ্রেষ্ঠ দাস, ননী চন্দ্র দাস বাউল।
নির্মাতাদের বক্তব্য
জঙ্গলি মিউজিকের সিইও মন্দার ঠাকুর উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে নিজেদের এই জোটকে এগিয়ে নিয়ে যেতে পেরে ভীষণ আশাবাদী তিনি। তাঁর মতে , “উইন্ডোজ প্রোডাকশনের সাথে আমাদের সহযোগিতা সবসময়ই অসাধারণ ফলাফল দিয়েছে। একসাথে, আমরা এমন গান তৈরি করেছি যা কেবল বাঙালি শ্রোতাদের মনোরঞ্জন দেয় না, সারা দেশের শ্রোতাদের কাছেও পৌঁছায়। আমাদের আসন্ন প্রজেক্টগুলির সাথে, আমরা এই জোট চালিয়ে যেতে পেরে উত্তেজিত”।
অন্যদিকে উইন্ডোজ প্রোডাকশনের অন্যতম কর্ণধার শিবপ্রসাদ মুখার্জী এই জোট প্রসঙ্গে বললেন , ” জঙ্গলী মিউজিকের সাথে আমাদের সম্পর্ক ১০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে, ২০১৩ সাল থেকে আমাদের এই অসাধারণ যাত্রা শুরু হয়েছে। একসাথে, আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বেশ কিছু আইকনিক হিট গান উপহার দিয়েছি, যেমন রঙ্গবতী এবং টাপা টিনি । জঙ্গলী মিউজিক আমাদের সিনেমার গল্পগুলিকে সঙ্গীতের মাধ্যমে জীবন্ত করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদের সমর্থন আমাদের কাছে অমূল্য। আমরা এই বছরের শেষের দিকে বহুরুপী এবং আমার বস-এর রিলিজের অপেক্ষায়”।
আরও পড়ুন
প্রসঙ্গত, আমার বস সিনেমার হাত ধরে ২১ বছর পর বাংলা সিনেমা জগতে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী রাখি গুলজার। এই ছবিটি ডিসেম্বরের কোন তারিখে মুক্তি পেতে চলেছে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ছবির নির্মাতাদের পক্ষ থেকে।