চলছে উৎসবের মরশুম। দীপাবলির আমেজে পারিবারিক সময় কাটাচ্ছেন সকলে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দের সময় ভাগ করে নিতেই জীবনে উৎসব আসে। সকলেই ব্যস্ততার দিন ফেলে একটু নিজের মতো করে সময় কাটান এই সময়। উৎসবে ফ্যামিলি টাইম কাটান তারকারাও।
পারিবারিক সময় কাটাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই মুহূর্তের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। ভক্তরাও যেনো তাঁর ছবির অপেক্ষায় ছিলেন। ছবির মন্তব্যে ভক্তরা বলেছেন তাঁদের দীপাবলি এবার সম্পূর্ণ হলো।
মিষ্টি রাহার দীপাবলি পালন
আলিয়া ভাট ও রনবীর কাপুরের একমাত্র মেয়ে রাহার ভক্ত সকলেই। একরত্তির মিষ্টি চেহারা মন জিতেছে সমস্ত নেটিজেনদের। তাই রাহা’কে দেখার জন্য সবসময় উৎসুক থাকেন দর্শক। দীপাবলির আগে রাহাকে দেখা গিয়েছিল মা বাবার সঙ্গে। মা বাবার সঙ্গে দীপাবলি পালন করতে কোথায় যাচ্ছে রাহা এই নিয়ে শুরু হয় গুঞ্জন।
কমলা চুড়িদার ও গোলাপী ওড়না পরে রাহাকে কোলে নিয়ে ছিলেন আলিয়া। মা মেয়ের মুখভঙ্গিমা যেন একই রকম। দর্শকেরা বেশ উপভোগ করেন তাঁদের এমন মুহূর্ত। অনেকদিন ধরেই আলিয়া রনবীর যায় তাঁদের নতুন বাড়ির দেখভালের কাজে। কথা ছিলো এবারে সেই নতুন বাড়িতেই দীপাবলি পালন করবে এই তারকা পরিবার। আশঙ্কা করা যাচ্ছিল সেদিন তাঁরা সকলে মিলে তাঁদের নতুন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেন। এইদিন রাহা তাঁর পাপা রনবীর কাপুরের সঙ্গে টুইনিং করে জামা পড়েছিল।
মা বাবার সঙ্গে টুইনিং রাহার
তবে এবারে শুধু বাবার সঙ্গে নয়। মা বাবা দুজনের সঙ্গেই টুইনিং করলো রাহা। এদিন আলিয়ার পরনে ছিল সোনালী ব্লাউজ আর সোনালী শাড়ি। রনবীর পড়েছিলেন সোনালী পাঞ্জাবি আর রাহা পড়েছিল সোনালী কুর্তা চুড়িদার ও পাজামা। ঠাম্মা নিতু কাপুরের পোশাকের রংও ছিলো সোনালী।
তাঁরা সকলে ফ্রেমবন্দি হলেন তাঁদের নতুন বাড়ির গৃহপ্রবেশে। দীপাবলিতে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলেন রনবীর-আলিয়া। দীপাবলির শুভক্ষণে মা বাবার সঙ্গে গৃহপ্রবেশের পুজো সারতে দেখা গেলো রাহাকে। বাবা মায়ের সঙ্গে আরতির থালা হাতে ফ্রেমবন্দি হয়েছে রাহা। আরেকটি ছবিতে দেখা গেলো বাবা রনবীরের কোলে বসে পুজো দেখছে রাহা। বাবা তাঁর মাথায় মিষ্টি করে চুমু দিচ্ছে। আর মা আলিয়া দুচোখ ভরে দেখছে এই মিষ্টি মুহূর্ত। ঠাম্মা নিতু কাপুর ব্যস্ত পুজো দিতে।
দীপাবলিতে গৃহপ্রবেশ করলো কাপুর পরিবার
ঠাকুরদা রাজ কাপুরের বাড়ি আবার নতুন করে বানানো হলো। নতুন সেই বাংলোতেই গৃহপ্রবেশ করলেন কাপুর পরিবার। বাংলোর নাম রাখা হয়েছে ‘কৃষ্ণারাজ’। রাজ কাপুরের স্ত্রীর নাম ছিলো কৃষ্ণা কাপুর। গৃহপ্রবেশের পুজোর জায়গায় নিজের দুটো পায়ের ছবি দিয়েছেন আলিয়া।
ছবি দিয়েছেন নিজের মায়ের সাথে ভালোবাসায় ভরা মুহূর্তের। মা সোনি রাজদান দুহাতে জড়িয়ে আছেন আলিয়ার গলা। ভক্তদের সঙ্গে এই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এখনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই অভিনেতা রনবীর কাপুরের। তাই আলিয়াই একমাত্র ভরসা। প্রিয় অভিনেতা-অভিনেত্রী ও মিষ্টি বেবী গার্লের ভালোবাসায় ভরা মুহূর্ত দেখে আপ্লুত দর্শক ভক্তরা।