একের পর এক সিনেমা ফ্লপ। বলিউডে বেশ অনেকদিনই সাফল্যের মুখ দেখছেন না অক্ষয় কুমার। অন্যদিকে পরিচালক ও প্রযোজক করণ জোহরেরও বেশ লোকসানের দিনই চলছে। সম্প্রতি তাঁর আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ সিনেমাও বক্সঅফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি। আবার শোনা যাচ্ছে ধর্ম প্রোডাকশনের অনেকটাই নাকি বিক্রি করে দেবেন প্রযোজক করণ জোহর। এই নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে গোপন মিটিংও সেরে ফেলেছেন তিনি। প্রোডাকশন হাউজের লোকসানের কারণেই জিগরা সিনেমার বড়সড় কোনো প্রিমিয়ার হয়নি বলে ধারণা করছেন দর্শকরা। এবার জুটি বাঁধছেন আপাতত ফ্লপ দুই তারকা।
তবে প্রযোজক ও অভিনেতা দুজনেরই লোকসানের মুখেও আসছে তাঁদের নতুন প্রকল্প। সচরাচর কমেডি ও অ্যাকশন চরিত্রেই বেশি দেখা যায় খিলাড়ি কুমারকে। তবে ভিন্নধর্মী চরিত্রেও বেশ ভালোই দর্শকের মন জিতেছেন অক্ষয় কুমার। এবারে হাসি-মারপিট ছেড়ে আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। এরআগে ‘জলি এলএল বি’ সিনেমায় আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
আসছে করণের নতুন ছবি, নাম ভুমিকায় অক্ষয়
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করণ জোহর ঘোষণা করলেন তাঁর নতুন ছবির খবর। ছবির গল্প তৈরি হচ্ছে ব্রিটিশ ভারতের আইনজীবী ও রাষ্ট্রনায়ক চেত্তুর শঙ্করন নায়ারের জীবন নিয়ে। ১৮৯৭ সালে কংগ্রেসের অমরাবতী অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন। আবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মালওয়ালি সভাপতিও ছিলেন তিনি। কংগ্রেসের সভাপতি হিসেবে তাঁর প্রথম এক বক্তৃতায়ই, তিনি ভারতীয় জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ইংল্যান্ডের ব্রিটিশ নাগরিকরা কিভাবে ভারতীয় সম্পদ ভোগ করছে এবং ভারতীয় নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে সুরক্ষিত করতে উতসাহিত করেছিলেন।
এই সিনেমায় চেত্তুর শঙ্করন নায়ারের ভূমিকায় অর্থাৎ মূল চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। এছাড়াও এই ছবিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আর মাধবন ও অনন্যা পাণ্ডেকে। ছবিটি পরিচালনা করছেন করণ সিং ত্যাগী। ২০২৫ সালের মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি। এর আগে জলি এলএল বি সিনেমায় আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। বিখ্যাত মানুষের জীবনী নিয়ে এর আগেও সিনেমা করেছেন অক্ষয় কুমার। এবারে আবার কোর্টরুমে দেখা যাবে তাঁকে।
ব্রিটিশ ভারতের কিংবদন্তি আইনজীবীর জীবনকাহিনী নিয়ে তৈরি হচ্ছে অক্ষয়ের নতুন ছবি। তবে ছবির নাম এখনো ঘোষণা করেন নি প্রযোজক করণ জোহর।তবে সোশ্যাল মিডিয়ায় করণ বলেছেন, এই গল্প অনেকেই শোনেননি। এমন কিছু সত্যি বলা হবে, যা অনেকেই জানেননা। করণ জোহর আরও জানিয়েছেন, রঘু পালত ও পুষ্পা পালতের লেখা একটি বই ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ারে’র ঘটনা অবলম্বনে লেখা হয়েছে এই ছবির গল্প। বইটির গল্পও যে সত্য ঘটনা অবলম্বনে লেখা সেটিও জানিয়েছেন করণ। সূত্রের খবর অনুযায়ী , এই সিনেমার নাম ‘শঙ্করা’।
অক্ষয়ের সঙ্গে ছবিতে মাধবন
তবে, অক্ষয় ও মাধবন দুজনকেই এই সিনেমায় গ্রহণ করেছেন দর্শকরা। তাঁদের অভিনয় দক্ষতা দিয়ে এই ছবির চরিত্রগুলো তাঁরা ফুঁটিয়ে তুলতে পারবেন। পর্দায় তাঁদের দুজনকে একসঙ্গে দেখা যাবে এই খবরে বেশ খুশীই সিনেমাপ্রেমীরা। তবে সিনেমাতে অনন্যা পাণ্ডের উপস্থিতি খুব একটা ভালোভাবে নিচ্ছেন না দর্শকজনতা। এরকম পিরিয়ড সিনেমায় অনন্যা ঠিক কতটা ভালো অভিনয় করতে পারবে সেই নিয়ে হতাশ দর্শকরা। নেটিজেনদের মতে, এই ধরনের সিনেমাতে অভিনয় করার যোগ্যতা এখনো অনন্যার হয়নি। একজন তো মন্তব্য করেই বসেছেন, ” অক্ষয় এবং মাধবনের সঙ্গে অনন্যা। আজকালকার কাস্টিং ডিরেক্টরগুলো একেবারে ফালতু!” কেউ কেউ আবার করণের বিরুদ্ধে নেপটিজমের অভিযোগও করছেন। একইসঙ্গে অক্ষয়ের নতুন ছবি ভূত
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার