বলিউডে এখন প্রেমের গুঞ্জন।বক্সঅফিসে লাগাতার ছবি ধরা ছোঁয়ার বাইরে।তার পরেও খোশমেজাজে অক্ষয় কুমার! কারণ কি? বলিউডে কানাঘুষো, পড়ন্ত বেলাতেও নাকি ফের প্রেমে হাবুডুবু তিনি। তাঁর সঙ্গে জুড়ে গিয়েছে চিত্রাঙ্গদা সিংহের নাম। ‘খিলাড়ি কুমার’ তাঁকে নিয়েই খেল দেখাচ্ছেন। কখনও মুম্বই, কখনও মুম্বই ছাড়িয়ে অন্যত্রও নাকি দেখা যাচ্ছে তাঁদের।
প্রেমের খাতিরে চিত্রাঙ্গদার জন্য ‘আক্কি’ কী কী করছেন?
ইতিমধ্যেই অক্ষয়ের ‘খেল খেল মে’-তে অতিথি চরিত্রে দেখা দিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ‘হাউজ়ফুল ৫’-এ নাকি বড় চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও, নাম ঠিক না হওয়া আরও দুটো ছবিতে অক্ষয়ের সঙ্গে নাকি জোরালো চরিত্রে অভিনয়ের কথা তাঁর। প্রসঙ্গত, পরস্পরের প্রতি মন দেওয়া-নেওয়ার এই পর্ব নাকি অনেক আগে থেকেই শুরু হয়েছিল। ২০১৫-য় অক্ষয়ের ‘গব্বর ইজ় ব্যাক’ ছবিতে কেবল নায়কের অনুরোধে নাকি চিত্রাঙ্গদা একটি আইটেম গানে নেচেছিলেন!
অক্ষয় কুমার, যিনি বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতা, চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে প্রস্তুত। এই ছবির মাধ্যমে তারা নতুন এক রসায়ন তৈরি করবেন, যা সিনেমাপ্রেমীদের আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে।চিত্রাঙ্গদা সিং এর অভিনয় জীবনে যে ধরনের চরিত্র করেছেন, তা সাধারণত কিছুটা ভিন্ন ধরনের। তিনি সাধারণত গম্ভীর বা নাটকীয় ভূমিকায় দেখা দেন। তবে “হাউজফুল” সিরিজের মতো কমেডি ছবিতে তার উপস্থিতি কতটা সফল হবে, তা এখন দেখার বিষয়। অক্ষয় কুমার, যিনি কমেডির জন্য বিশেষভাবে পরিচিত, তার সঙ্গে কাজ করার জন্য চিত্রাঙ্গদা নিশ্চিতভাবেই প্রস্তুত। তাদের মধ্যে একটি দারুণ রসায়ন তৈরি হলে তা ছবির সাফল্য বাড়িয়ে দেবে।
অক্ষয়-ঘরনি টুইঙ্কল খন্না স্বামীর নতুন প্রেমের কথা জানেন?
শোনা যাচ্ছে, ‘অন্দর কি বাত’ এখনও পর্যন্ত অক্ষয় নিজের অন্দরেই লুকিয়ে রাখতে পেরেছেন। নইলে মিসেস ফানি বোনস (লেখিকা টুইঙ্কলের ছদ্মনাম) বিষয়টিকে কতটা ‘ফানি’ হিসাবে দেখতেন, সে বিষয় সন্দেহ সকলেরই।রবিনা ট্যান্ডন থেকে শিল্পা শেট্টি হয়ে প্রিয়াঙ্কা চোপড়া! একের পর এক নায়িকার সঙ্গে তাঁর প্রেম আরবসাগরের নোনা জলে আরও ‘নমকিন’। বলিউড বলছে, চিত্রাঙ্গদাও নাকি এ ব্যাপারে দক্ষ। তাঁর প্রথম বিয়ে গল্ফ খেলোয়াড় জ্যোতি রণধওয়ার সঙ্গে। গুঞ্জন, সেই বিয়ে নাকি ভেঙেছে পরিচালক সুধীর মিশ্রের জন্য। পরিচালকের সঙ্গে দীর্ঘ দিন নাকি একত্রবাসও করেছেন তিনি।
যার ফলাফল ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’র মতো ছবি। সুধীরের এই ছবিতে চিত্রাঙ্গদা নায়িকা ছিলেন। জন আব্রাহামের সঙ্গেও তাঁর নাম সামান্য সময়ের সঙ্গে জড়িয়েছিল। জন এবং অক্ষয়ের সঙ্গে তখন চিত্রাঙ্গদাকে দেখা গিয়েছিল ‘দেশি বয়েজ়’ ছবিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ”বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, ”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। ভক্তরা বলছে, বক্স অফিসের হালহকিকত ভুলে অক্ষয়ের মন নাকি এখন পুরোটাই প্রেমের দিকে। ইদানীং তিনি নাকি শুটিং ফ্লোরেও আসতে দেরিতে। মাঝে মধ্যেই নাকি মেজাজও দেখাচ্ছেন।সেই অক্ষয় নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের প্রেমে!