চলতি বছরেই ভক্তদের সুখবর জানিয়েছিলেন বলিউডের অন্যতম মিষ্টি দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই ছবির শ্যুটিং করছেন দীপিকা, করেছেন সিনেমার প্রচার। সিনেমাতেও তিনি সেই সময়ে অন্তঃসত্ত্বার চরিত্রেই ছিলেন। খুব বেশি রাখঢাক কিছু রাখেন নি দীপিকা অন্তঃসত্ত্বা অবস্থায়। তবে ওই অবস্থাতেও শ্যুটিং করার জন্য তাঁকে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল। অনেকেই মন্তব্য করে বসেন, সারোগেসির পদ্ধতিতে সন্তান পৃথিবীতে আসতে চলেছে দীপিকার। তাই খুব বেশি ধকল নেই অভিনেত্রীর।
তবে সেই সমস্ত কথাকে বুড়ো আঙুল দেখিয়ে, নির্বাচনের দিন প্রথমবার তাঁর বেবিবাম্প প্রকাশ্যে আনেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাদা পোশাকে নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন দীপিকা। পাপারাৎজিদের ক্যামেরায় আড়াল হয় না কিছুই। সেখানেই প্রথম প্রকাশ্যে আসে তাঁর বেবিবাম্প। এরপরে নিজের বেবিবাম্প নিয়ে কোনো লুকোচুরিই করেননি দীপিকা। স্বামী রণবীরের সঙ্গে অন্তঃসত্বাকালীন ফটোশ্যুটও সেরেছেন। সেই ছবি নিজেরাই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপরে দীপিকা ও রণবীর একসঙ্গে ভাবি সন্তানের জন্য মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন।
জন্মের পর দীপাবলিতে প্রথম সামনে আসে দীপিকা কন্যা দুয়ার ছবি!
এরপর চলতি বছরের ৮ সেপ্টেম্বর রণবীরের ঘরে আসে দ্বিতীয় লক্ষ্মী ঠাকুর। দীপিকার কোলেজুড়ে জন্ম নেয় ছোট্ট দুয়া। জন্মের পরেই কন্যাসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। জন্মের বেশ কিছুদিন পরে, দীপাবলির মরশুমে যখন খুদের নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন একরত্তির দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল।
মেয়ের নামকরণ অনুষ্ঠানে শিশুকন্যার দুই ছোট্ট পায়ের ছবি দিয়ে মেয়ের নাম বিশ্বকে জানান দীপিকা-রণবীর। দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া। আরবি শব্দে মেয়ের নাম রেখেছেন তাঁরা। ‘দুয়া’ শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা। এরপর দীপিকা কন্যার আরকোনো ছবি প্রকাশ্যে আনেননি খুদের বাবা-মা। মেয়েকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলেন দীপিকা। তবে সেখানেও দেখা যায়নি ছোট্ট দুয়ার মুখ। মায়ের বুকে মাথা দিয়ে হয়তো ঘুমোচ্ছিল একরত্তি। গাড়ির মধ্যেই তাঁকে কোলে নিয়ে বসেছিলেন দীপিকা। গাড়ি থেকে নামার পরেও কোনো ক্যামেরায় ধরা পড়েনি দুয়ার ছবি।
সন্তানকে কোলে আগলে রেখেছেন বাবা-মা, রণবীর-দীপিকা! ছবির সত্যতা আসলে কি?
তবে এবারে হঠাৎই সামনে এলো ছোট্ট খুদেকে নিয়ে দীপিকার ছবি। একা দীপিকা নয়, শিশুসন্তান কোলে দীপিকা রণবীর দুজনের ছবিই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে দম্পতির সোশাল মিডিয়ায় তাঁদের মেয়ে বা অন্য কোনো শিশুকে নিয়েই এমন কিছু ছবি দেখা গেলো না। দীপাবলির পর দুয়ার কোনো ছবিই সামনে আনেননি তাঁর মা বাবা। তবে শিশু কোলে এই ছবির রহস্য কি? কিভাবে ভাইরাল হলো এই ছবি?
একটি দুটি নয়, মোটামুটি খান দশেক ছবি এখন সমাজমাধ্যমে উঁকি দিচ্ছে দীপিকা, রণবীর ও একটি শিশুর। সেই শিশু যে দীপিকা-রণবীর কন্যা দুয়া নয় সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়না। কারণ ছবির সেই খুদে আর দুয়ার বর্তমান বয়স প্রায় কাছাকাছিই। ছবিতে সদ্যজাতকে যেমন যত্নে আগলে রেখেছেন বাবা মা সেই দেখে যে কেউ ভাববে ওই ছবি তাঁদের সন্তান দুয়ার। তবে ছবি দুয়ার নয়, দুয়া কেন ওই ছবি কোনোদিন তোলেননি দীপিকা ও রণবীর। সম্পূর্ণ এ আই দ্বারা ওইসব ছবি বানানো হয়েছে। নিজেদের সন্তানের ছবি নিয়ে এমন ভ্রান্ত ছবি প্রচার হওয়ার বিষয়ে এখনো মুখ খোলেননি তারকা দম্পতি।