শেষবার বাংলা ধারাবাহিক সাহেবের চিঠি – তে শেষবার দেখা গিয়েছিল দেবচন্দ্রিমা সিংহ রায়কে। এরপর তিনি সোজা পাড়ি দিয়েছিলেন সুদূর মুম্বই। সেখানেই তারপর একাধিকবার অডিশন দিয়েছেন। অবশেষে ‘ সুহাগান চুড়েল ‘ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশন দুনিয়ায় পা রাখেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে এই ধারাবাহিকটিও শেষ হতে চলেছে যা সম্প্রচারিত হতো কালার্স চ্যানেলের পর্দায়। ‘ সুহাগন চুড়েল ‘ ধারাবাহিকে দেবচন্দ্রিমা দিয়া চরিত্রে অভিনয় করতেন। এই চরিত্রটি ছিল ভীষণ সহজ সরল এবং সাদাসিধে , সে অশুভ শক্তির হাত থেকে নিজের ভালোবাসাকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল। প্রথম হিন্দি ধারাবাহিকে নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন দেবচন্দ্রিমা।
দেবচন্দ্রিমার ওয়েব সিরিজ
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে দেবচন্দ্রিমা অভিনীত ওয়েব সিরিজ পরিণীতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পকে অবলম্বন করে এই সিরিজটি নির্মাণ করা হয়। এই ওয়েব সিরিজটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। তবে এরপর দীর্ঘদিন ধরে বাংলায় আর কোনো কাজ করতে দেখা যায়নি দেবচন্দ্রিমাকে। তবে কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন গত এক বছর ধরে মুম্বইতে অভিনয়ের জন্য অডিশন দিচ্ছিলেন তিনি। সেই কারণেই বাংলায় বিশেষ করে কোনো ধারাবাহিকের কাজ নিচ্ছিলেন না তিনি। তবে মুম্বইতে অডিশন দিতে গিয়ে সেখানকার হিন্দি ভাষা তাঁর কাছে সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায়। তবে অভিনেত্রীর কথায় এই মুহূর্তে ভালো করে চিত্রনাট্য পড়ায় তার মূল কাজ।
বিগবসের অফার দেবচন্দ্রিমাকে
তবে তিনি এটাও বলেছেন মুম্বইতে একজন বাঙালি শিল্পী কে বেশ ভালোভাবেই কদর করা হয়। দিয়া চরিত্রের অভিনয়ের মাধ্যমে হিন্দি ধারাবাহিকে দর্শকদের কাছে ইতিমধ্যেই বেশ পছন্দের হয়ে উঠেছিলেন তিনি। এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। এরই মাঝে দেবচন্দ্রিমার কাছে এলো বিশাল বড় সুযোগ। কালার্স চ্যানেলের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের অফার এসেছে তাঁর কাছে। তাহলে কী তার অনুরাগীরা এবার দেবচন্দ্রিমাকে এই জনপ্রিয় রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হিসেবে দেখতে চলেছেন? অভিনেত্রীর কথায় এই মুহূর্তে তিনি বিগ বসে অংশগ্রহণ করছেন না। তাঁর মতে মুম্বইতে সবে অভিনেত্রীর যাত্রা শুরু সেই কারণে এখানে গুছিয়ে কাজ করতে গেলে আরো খানিকটা প্রস্তুতি দরকার। সেই জন্য অভিনেত্রী এই মুহূর্তে আপাতত অভিনয়ের কাজেই মন দিতে চান। তবে দেবচন্দ্রিমা এটাও জানিয়েছেন ভবিষ্যতে ফের একবার বিগ বসের অফার তাঁর কাছে এলে তিনি অবশ্যই সেই ব্যাপারে ভেবে দেখবেন।
আসছে বিগবস ১৮
প্রসঙ্গত, কালার্স চ্যানেলের জনপ্রিয় শো বিগ বস সঞ্চালনার দায়িত্ব রয়েছেন অভিনেতা সলমান খান। এবার এই শোয়ের ১৮ তম সিজন আসতে চলেছে চ্যানেলের পর্দায়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবারের সিজনের একটি ছোট্ট টিজার প্রোমো। সেই টিজার প্রোমো দেখে নেটিজেনরা মনে করছেন এবারের এই সিজনের থিম সময়কে ঘিরে হতে চলেছে। সম্ভবত অক্টোবর মাসেই বিগ বিস সম্প্রচারিত হবে কালার্স চ্যানেলের পর্দায়। তবে এখনো পর্যন্ত কারা এই শোয়ের প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছেন তা জানা যায়নি।
অভিনয় পেশার পাশাপাশি দেবচন্দ্রিমা একজন ইউটিউব ব্লগারও। তাঁর অভিনয় দক্ষতা ছাড়াও বরাবর নিজের স্পষ্ট বক্তব্যের জন্য দর্শকদের কাছে প্রিয় একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন অভিনেত্রী। তাই তিনি বিগ বসে আসছেন এই খবর শুনে দর্শকরা বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে আপাতত দর্শকদের এই ইচ্ছা পূরণ হচ্ছে না। কিন্তু অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় পরবর্তী কোন প্রজেক্টে আবার ফিরছেন সেই বিষয়েও কোনো কিছু জানাননি তিনি।