২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অ্যাটলি পরিচালিত ছবি ‘ জওয়ান’ । অভিনেতা শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। এছাড়া দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার নয়নতারাকে কিং খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যায় এই ছবিতে।
জওয়ান – এর কাস্ট
সম্প্রতি ‘ জওয়ান ‘ মুক্তির এক বছর পূর্ণ হল। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় অ্যাটলির।’ জওয়ান ‘ – এর বক্স অফিস কালেকশন প্রমাণ করে দিয়েছিল ছবিটি দর্শকরা ঠিক কতটা পছন্দ করেছেন। এই সিনেমা ২০২৩ সালের অন্যতম হাইয়েস্ট গ্রসার ছবির তালিকায় নাম লিখিয়েছিল। নয়নতারা ছাড়াও সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীদের দেখা গিয়েছে এই ছবিতে। বিজয় সেতুপতি এই ছবির খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন আলাদা করে জয় করে নেন। এই ছবিতে বিশেষ ভূমিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্ত। বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। কখনো তিনি বিক্রম রাঠর আবার কখনো আজাদ, সমানতালে তাঁর এই দুই চরিত্রে অভিনয় ছিল এই ছবির মূল ইউএসপি।
জাপানে মুক্তি পাচ্ছে জওয়ান
ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিল রেড চিলিজ এন্টারটেনমেন্ট। ভারতের বক্স অফিসে প্রায় ১০০০ কোটির কাছাকছি ব্যবসা করেছে জওয়ান। এবার ২৯ নভেম্বর ‘ জওয়ান ‘ মুক্তি পেতে চলেছে জাপানে। স্বয়ং কিং খান একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই বিষয়টি ঘোষণা করেছেন। তিনি ‘ জওয়ান ‘ ছবির একটি জাপানিজ ভাষায় লেখা পোস্টার পোস্ট করেছেন আকর্ষণীয় ক্যাপশন সহযোগে। তিনি যে এই বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছসিত তা তাঁর করা এই পোস্টই বলে দেয়। এবার ভারতীয় দর্শকদের মন জয় করার পর জওয়ান জাপানের দর্শকদের মাতিয়ে তুলতে পারে কিনা তাঁর উত্তর মিলবে ২৯ নভেম্বর