সম্প্রতি গুলি করে হত্যা করা হয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে। যিনি বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা সলমান খানের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নিজের প্রিয় বন্ধুর শেষকৃত্যের কাজে উপস্থিত ছিলেন ভাইজান। সম্ভবত গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের দলবলের সদস্যরা হত্যা করেছেন বাবা সিদ্দিকীকে। এরপর থেকেই নাকি বাড়ানো হয়েছে সলমান খানের নিরাপত্তা ব্যবস্থা।
শ্যুটিং বন্ধ রাখবেন সলমান?
শোনা গিয়েছিল ভাইজান তাঁর আগামী ছবি ‘ সিকান্দার ‘ যা মুক্তি পেতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ঈদ উপলক্ষে , সেই ছবির শ্যুটিং বন্ধ রাখছেন কারণ মনে করা হচ্ছে যে বাবা সিদ্দিকীর পর সালমান খানের ওপরেও হামলা হতে পারে। তবে অভিনেতা সলমান খানের ম্যানেজার এই কথাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। ম্যানেজারের কথা অনুযায়ী সলমান খান তাঁর পরবর্তী ছবির শ্যুটিং চালিয়ে যাবেন হাই সিকিউরিটির সঙ্গে। একটি রিপোর্ট অনুসারে জানা গেছে যে সলমান খানের জন্য যে নিরাপত্তা রক্ষী বাহিনী প্রস্তুত করা হয়েছে তাতে আরও ৮ থেকে ১০ জন সশস্ত্র পুলিশকে যোগ করে সেই নিরাপত্তা রক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের পক্ষ থেকে ক্রমাগত হুমকির পরিমাণ বাড়তে থাকার ফলে জানা গিয়েছে যে সলমান খানের নিরাপত্তা ওয়াই – প্লাসে বাড়ানো হয়েছে। এমনকি ইতিমধ্যেই শ্যুটিং সেটেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ‘সিকান্দার’ ছবিতে সলমান খানের বিপরীতে প্রথমবার অভিনয় করবেন অভিনেত্রী রশ্মিকা মানদানা। ভাইজান নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করে , তাঁর পরবর্তী প্রজেক্ট ‘ সিকান্দার’ আসার কথা জানান দর্শক এবং অনুরাগীদের। রশ্মিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী কাজল আগরওয়াল। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর মুরুগাদোস। ছবিটির প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
বিগ বস ১৮
‘সিকান্দার’ ছবির শ্যুটিং ছাড়াও এই মুহূর্তে সলমান খানকে দেখা যাচ্ছে ‘বিগ বস ১৮’ – এর সঞ্চালক হিসেবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টেলিভিশন দুনিয়ার এই বহুল জনপ্রিয় রিয়ালিটি শো। দর্শকদের মধ্যে এই সিজন ব্যাপক সাড়া ফেলেছে কিছুদিন যেতে না যেতেই। ভিভিয়ান ডিসেনা, নায়রা ব্যানার্জি, চাহাত পান্ডে, আলিশ কৌশিক, হেমা শর্মা ওরফে ভাইরাল ভাবি, অবিনাশ মিশ্র সহ মোট ১৮ জন এবারের ‘বিগ বস’-এর প্রতিযোগী। গ্র্যান্ড প্রিমিয়ারের শেষে ১৯ তম প্রতিযোগী হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় গজরাজ ওরফে গাধাকে। তবে গজরাজের আয়ু বিগ বসের ঘরে এক রাতের বেশি হয়নি। একটা প্রাণীকে নিজের শোতে ব্যবহার করার ফলে বিতর্কের মুখে পড়তে হয় সলমানকে। সেই কারণেই ওই প্রাণীকে সবার প্রথমে বিদায় জানানো হয় বিগ বসের ঘর থেকে।
প্রসঙ্গত, এই সমস্ত ঘটনার কারণে ‘সিকান্দার’ ছবির জন্য যে শ্যুটিং শিডিউল তৈরি করা হয়েছিল তার কিছুটা হের-ফের হতে পারে। আগে জানা গিয়েছিল চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই ছবির শ্যুটিং। তবে এখন মনে করা হচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসে শেষ হতে পারে ‘সিকান্দার’- র শ্যুটিং। তবে সেই কারণে এই ছবির মুক্তির সম্ভাব্য তারিখও পিছিয়ে যাবে নাকি সেই বিষয়ে কিছু জানানো হয়নি ছবির নির্মাতাদের পক্ষ থেকে।