সালটা ২০০৭ মুক্তি পেয়েছিল “তারে জামিন পর” ছবিটি। যেখানে দেখা গিয়েছিল আমির খান তথা নিকুম্ভ স্যার এবং দর্শিল সাফারি তথা ঈশানকে। কান্না-হাসি থেকে জীবনের এক অনবদ্য শিক্ষা দিয়েছিল দর্শকদের এই ছবি। বহু প্রশংসিত এই ছবি আজও সকলের কাছে স্মরণীয়।
তারে জামিন পর এর পর আর সেভাবে পর্দায় দেখা যায়নি দর্শিলকে। আমির খানও এরপর নিজের একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতিকালে তাঁর অভিনীত পর পর বেশকয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরই তিনি অভিনয় থেকে অবসর নেবেন বলেও শোনা গিয়েছে।
এরই মধ্যে স্বস্তির খবর আবারও বড়ো পর্দায় দর্শকদের মাঝে হাজির হতে চলেছে তাঁদের প্রিয় নিকুম্ভ স্যার ও ঈশান জুটি। আসছে “সিতারে জামিন পার”। “তারে জমিন পর”-এর আঙ্গিকেই এই ছবি তৈরি করা হচ্ছে। ১৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। মাঝে অবশ্য একটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছিল তাঁদের।
প্রসঙ্গত, আর এস প্রসন্নের পরিচালনায় আসতে চলেছে “সিতারে জামিন পর”। এক ক্রীড়া প্রশিক্ষকের সঙ্গে বিশেষভাবে সক্ষমশিশুদের সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে এই সিনেমার গল্প।
১৭ বছর পর কেমন রয়েছে আমির খান ও দর্শিলের সম্পর্ক ?
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দর্শিল জানিয়েছেন, তিনি যে বড় হয়ে গিয়েছেন সেকথা নাকি আজও বিশ্বাসই করতে পারেন না আমির খান। তাঁর কাছে আজও তাঁর দর্শিল অর্থাৎ ঈশান ক্লাস সিক্সের এক ছোট্ট ছেলে।
তিনি আরও বলেন, একদিন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্রেক চলাকালীন স্পট বয়দের কাছে ব্ল্যাক কফি চেয়েছিলেন দর্শিল। তা শোনামাত্রই রীতিমতো অবাক দৃশ্যটিতে তাঁর দিকে তাকিয়েছিলেন আমির খান। অস্ফুট হয়ে জিজ্ঞেস করেছিলেন “কী চাইলে তুমি?” আসলে, “তারে জমিন পর”-এর সেটে দর্শিলকে চকোলেট মিল্ক খেতে দেখতেই অভ্যস্থ ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেই ছেলেই যে এখন ব্ল্যাক কফি চাইছেন তাই দেখেই বেশ অবাক হয়েছিলেন তিনি।
সম্ভবত চলতি বছরের শেষে বড়দিনেই হয়েতো মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিতে আমির-দর্শিল ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। তারে জামিন পর এর নিকুম্ভ স্যার এর মতো এই ছবিতে আমির খানের চরিত্রটিও মন জয় করবে বলে আশাবাদী দর্শকরা।