প্রায় দেড় বছর পর আবারো ছোটপর্দার ফিরছেন অভিনেতা আদৃত রায়। জি বাংলাতেই আবার দেখা যাবে অভিনেতাকে। তবে সৌমিতৃষা এবার অতীত। নতুন ধারাবাহিকে কার সঙ্গে প্রেম সাগরে ডুব দেবেন আদৃত? এতদিন ধরে সেই জল্পনা কল্পনাই চলছিল, যে কে হবেন এন আইডিয়াজের নতুন ধারাবাহিকে আদৃতের নায়িকা?
জানা গেছে, জি বাংলার আসন্ন মেগা ধারাবাহিকের নাম ‘মিত্তির বাড়ি’। এই ধারাবাহিকে আদৃতের নায়িকা হবেন পারিজাত চৌধুরী। এই টলি সুন্দরীকেই এবার রোম্যান্স করতে দেখা যাবে উচ্ছেবাবুর সঙ্গে। এরআগে আদৃত-সৌমিতৃষা জুটি ভক্তদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেজন্যই এবারে আদৃতের নতুন নায়িকা কে হচ্ছেন সেই নিয়ে দর্শকমহলে উৎসাহ ছিল চরমে। এরআগে এবিষয়ে স্বীকৃতি মজুমদার ও সৃজা দত্তর নাম উঠে এসেছে ঠিকই, তবে সে খবর যে ভুয়ো ছিলো তা এখন বেশ বোঝা যাচ্ছে।
শ্যুটিং শুরু কবে থেকে?
ধারাবাহিকের প্রোমো শ্যুট ইতিমধ্যেই হয়ে গেছে। আদৃত ও পারিজাত ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো অনেক শিল্পীদের। গত বৃহস্পতি ও শুক্রবার চলেছে প্রোমো শ্যুটিংয়ের কাজ।
চলতি বছরের শেষেই জি বাংলার পর্দায় শুরু হবে নতুন এই ধারাবাহিক। আবারো একবার ‘উচ্ছেবাবু’কে দেখার জন্য উৎসাহিত তাঁর দর্শক ভক্তরা। নতুন এই ধারাবাহিকের নাম ‘মিত্তির বাড়ি’। এই বাড়িকে ঘিরেই এগোবে গল্প। আর সেখানেই আদৃতের জীবনে নতুন প্রেম নিয়ে আসবেন পারিজাত। আরো একবার প্রেম ও যৌথ পরিবারের গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন আদৃত। শীতের হওয়ায় প্রেমের দোলা লাগলো। আদৃত ও পারিজাতের সম্পর্ক মেনে নেবে কি পরিবার?
টলিপাড়ার বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ আদৃত রায়। বেশকিছুদিন তাঁকে পর্দায় দেখা না গেলেও এখনো তাঁর জনপ্রিয়তা কমেনি একফোঁটাও। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর অগণিত ফ্যান পেজ। মিঠাই ধারাবাহিকের শেষ শ্যুটিংয়ের দিন সেটে ছিলো ভক্তদের উপচে পড়া ভীড়। অভিনেতাকে আবার কবে পর্দায় দেখা যাবে সে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। শোনা গিয়েছিল এবারে বড়পর্দায় ফিরছেন আদৃত। ‘পাগল প্রেমী’ নামক একটি ছবির শুটিংও শুরু করেছিলেন তিনি। তবে কিছু কারণ বশত এখন বন্ধ ছবির কাজ।
তবে চিন্তা নেই। আবারো ছোটপর্দার ধারাবাহিকেই ফিরছেন আদৃত। এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তে দেখা যাবে তাঁকে। একটি ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে এবার দর্শকের মন জয় করতে চলেছেন নায়ক। ২০১৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘নূরজাহান’ সিনেমার মধ্যদিয়ে টলিউডে প্রবেশ করেন আদৃত রায়।
অন্যদিকে ছোটপর্দায় কিন্তু অচেনা মুখ পারিজাত। তবে টলিপাড়ায় তিনি মোটেই নতুন নন। এর আগে বাংলার ওটিটি প্লাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইন্দুবালার কিশোরী সময়ের চরিত্রটি তাঁর করা। এছাড়াও সত্যম ভট্টাচার্য্যের বিপরীতে ‘হালুম’ বলে একটি ছবিতে অভিনয় করেছেন পারিজাত। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। তবে মিত্তির গিন্নির ভূমিকায় পারিজাতকে কতটা মানাবে, আবার আদৃতের সঙ্গে তাঁর রসায়ন কেমন হবে সে নিয়ে বেশ উৎসুক দর্শক জনতা।