পর্দায় একের পর এক চমক অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। কখনো টেক্কায় বাজিমাত আবার কখনো বিনোদিনী হয়ে নটি রূপে ধরা দেওয়া। সবেতেই যেন অসাধারণ রুক্মিণী। এবারে আসছে তাঁর নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’ নিয়ে পর্দায় আসছেন রুক্মিণী। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন ছবির প্রথম পোস্টার।
একের পর এক চ্যালেঞ্জ নিয়ে নিত্য নতুন চরিত্রে সকলের সামনে আসছেন রুক্মিণী মৈত্র। সত্যবতীর পরে বিনোদিনীর চরিত্রে তিনি ধরা দেবেন খুব শীঘ্রই। টেক্কা সিনেমার অ্যাকশন লুকেও দর্শকের মন জিতেছেন রুক্মিণী। বলা যায়, একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। এবার সে তালিকায় যুক্ত হতে চলেছে আরও নতুন চ্যালেঞ্জিং কাজ। আসছে রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’। ইতিমধ্যে প্রকাশ্যে আসা প্রথম মোশন টিজার আলোচনায়।
নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানিয়েছেন তাঁর নতুন সিনেমার কথা। অর্ণব কুমার মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। সেই ছবির ফার্স্টলুক শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছবির নামের হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘খুব শিগগিরিই নতুন এই সফরের শুরু। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্ট চাই।’
নিজের নতুন সফরে দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন রুক্মিণী। ‘হাঁটি হাঁটি পা পা’র এই পোস্টারে সমুদ্র সৈকতে ঢেউ আসার ছবি দেখা যাচ্ছে। একদিকে নোনা জলের সাদা ফেনা, অন্যদিকে সমুদ্রের বালুচর। আর এর মাঝেই দুজনের পায়ের চিহ্ন। একটি পা প্রাপ্তবয়স্ক মানুষের, অন্য পাটি ছোট শিশুর। জানা গিয়েছে, এই ছবির মাধ্যমে এক অন্যরকম ভালোবাসার গল্প বলতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা।
কেমন হবে এই সিনেমার সেই নতুন গল্প? এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন পরিচালক। বললেন, গল্প ভালোবাসার তবে নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকী মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়।
আরও জানা গিয়েছে, ছবির চিত্রনাট্য নিয়ে বহু দিন ধরেই পরিকল্পনা করছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। কাহিনীকার প্রিয়াঙ্কা পোদ্দার। রুক্মিণীকেই কেন বাছলেন সেই প্রশ্ন করা হলে পরিচালক বলেন, রুক্মিনীর অধ্যবসায়ের কথা।
অভিনেত্রী হিসেবে নিজেকে ভালোমতোই প্রতিষ্ঠিত করেছেন রুক্মিণী। ভোর তিনটে হোক বা বেলা বারোটা, যখনও তাঁর কোনও ইনোভেটিভ আইডিয়া আসে জানাতে থাকেন। কাজের প্রতি তাঁর ডেডিকেশন চোখে পড়ার মতো। এমন অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন অর্ণব।
সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বর মাসেই ছবির শুটিং শুরু হবে। আগামী বছরের গ্রীষ্মেই ‘হাঁটি হাঁটি পা পা’র মুক্তি পাওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, আগামীতে আসতে চলেছে রুক্মিণীর বেশ কয়েকটি বড় কাজ। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় পর্দায় নটি বিনোদিনী রূপে আসছেন রুক্মিণী মৈত্র। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও প্রমোদ ফিল্মসের প্রযোজনাতেই এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগে আসছে ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’।
এছাড়াও পৌরাণিক চরিত্র দ্রৌপদী রূপে দেখা যাবে নায়িকাকে। এই ম্যাগনাম ওপাসের সঙ্গে যুক্ত রয়েছেন দেবও। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই নতুন ছবি। জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘ইয়াজনাসেনি’ অবলম্বনে তৈরি হয়েছে সেই ছবির চিত্রনাট্য। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে মহাভারতের কাহিনি বড় পর্দায় তুলে ধরবেন রামকমল মুখোপাধ্যায়।