আরজি কর কাণ্ডে যখন তোলপাড় শহর থেকে রাজ্য, নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরব হচ্ছেন সকলে, তখনই সামনে এল এ কোন খবর! ভর সন্ধ্যায় কলতাতার বুকে আক্রান্ত অভিনেত্রী, ভাঙা হল তাঁর গাড়ির কাঁচ। একদিকে একের পর এক প্রতিবাদ মিছিলে একটাই দাবি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তখনই আবারও যেন চমকে যেতে হয়। সন্ধ্যাবেলায় হেনস্থার শিকার হলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। ফের প্রশ্নের মুখে কলকাতা শহরের মহিলাদের নিরাপত্তা।
এদিন হঠাৎই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিনেত্রী নিজেই জানান, সন্ধ্যা ৬.৩০ টা নাগাদ সার্দান অ্যাভিনিউ দিয়ে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। এরপর সেই বাইকচালক তাঁকে গাড়ি থেকে নেমে আসার কথা বলেন। ভয় এবং নিরাপত্তার কথা ভেবে অভিনেত্রী বাইরে বেরোনোর কথা অস্বীকার করেন। তারপরই অভিযুক্ত বাইকচালক ঘুষি মেরে গাড়িক কাচ ভেঙে দেন। সেই ভাঙা কাচের টুকরো ছড়িয়ে পড়ায় অল্পবিস্তর আহত হয়েছেন অভিনেত্রী। লাইভ ভিডিও-র মাধ্যমে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। তাঁর মতে, “এইরকম একটা জনবহুল রাস্তা দিয়ে আমি যাচ্ছি, সেখানে একজন মেয়ের উপর এমন আক্রোশ। মানুষের সহনশীলতা আজ কোন জায়গায় পৌঁছে গিয়েছে? আমি ভাবতেও পারছি না। এত আন্দোলন, এত মিছিল, অথচ এই শহর কলকাতাতেই মেয়েরা নিরাপদ নয়?”।
দ্রুত গতিতে ছড়িয়ে পরে সেই ভিডিও। এ বিষয় টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, আতঙ্কিত হলেও এই ঘটনার শেষ দেখে ছাড়বেন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তবে এই ঘটনা কোথাও গিয়ে যেন আবারও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। একদিকে যখন গোটা বিশ্ব গলা তুলেছে, তখনও এতটা স্পর্ধা! তাহলে কোথায় পুলিশ-প্রশাসনের ভয়! একশ্রেণির মনে এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
Sudeshna
About Author
You may also like
Tollywood
ধর্ষণের হুমকি মিমি চক্রবর্তীকে? তিলোত্তমার পাশে দাঁড়াতে গিয়ে এ কোন পরিস্থিতি
- BY admin
- August 21, 2024
- 0 Comments