কনসার্টের মঞ্চে সেলিব্রিটিদের ডেকে একসঙ্গে গান করার জন্য নাম আছে দিলজিত দোসাঁঝের। কিছুদিন আগে র্যাপার বাদশাকে লন্ডনে নিজের কনসার্টে স্টেজে ডেকে গান করেছিলেন তিনি।আরেকদিন ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ‘ভুল্ভুলাইয়া ৩’ মুক্তির পর অভিনেতা কার্তিক আরিয়ানকেও তার গানের ছন্দে প্যাঁ মেলাতে দেখা যায়।
এবারে এই পাঞ্জাবি গায়কের কনসার্ট শো ছিলো পুনে’তে। আর সেখানেই তাঁর গানের নেশায় মত্ত হতে এসেছিলেন অভিনেত্রী নিমরত কৌর। সম্প্রতি জুনিয়র বচ্চনের সঙ্গে পরকিয়ার সম্পর্ক থাকার গুঞ্জন উঠেছে নিমরতকে নিয়ে। তাই ইদানিং খবরের শীর্ষেই থাকছেন অভিনেত্রী। তবে একেবারেই এসব গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না তিনি। নিজের জীবণ টা নিজের মতো করে চুটিয়ে বাঁচছেন। আর জীবণকে আরেকটু আনন্দে ভরিয়ে দিতেই নিমরত এবার হাজির হলেন দিলজিতের কনসার্টে।
দিলজিতের কনসার্ট থেকে ফিরে সমাজমাধ্যমে কি পোস্ট করলেন নিমরত?
সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত হয়ে গেল দিলজিৎ দোসাঁঝের আরও একটি কনসার্ট। পুনের সেই কনসার্টে যোগ দিয়েছিলেন নিমরত কৌর। সাক্ষী থেকেছেন সহকর্মীর শোয়ের। কিন্তু ঘুণাক্ষরেও তিনি সেই কথা আগে থেকে জানতে দেননি দিলজিতকে। নিমরত কনসার্টের ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সেখানে তাঁকে ভীরের মধ্যেও গায়কের সুরে মন ভাসাতে দেখা যায়। দিলজিতকে বাহবাও জানিয়েছেন নিমরত। শো থেকে ফিরেও যে তাঁর মন থেকে শোয়ের ঘোর কাটেনি সেকথা উল্লেখ করেছেন তিনি। নিমরত যে ওই কনসার্টে গিয়ে খুবই খুশি সেটা তাঁর প্রতিটি ছবি দেখলেই বোঝা যায়।
কনসার্টের ছবি, ভিডিয়ো পোস্ট করতেই কি বললেন দিলজিত?
দিলজিতের কনসার্টে গিয়ে যে নিমরত কৌর দারুণ মজা করেছিলেন সেটা তাঁর পোস্টের দিকে নজর রাখলেই বেশ বোঝা যাচ্ছে। একদিকে মঞ্চে যখন দিলজিত দোসাঁঝ তাঁর একের পর এক হিট গান গেয়ে যাচ্ছিলেন তখন দর্শকাশন থেকেই সেই গান গেয়ে গলা মেলাচ্ছিলেন নিমরত। শুধু তাই নয়, বাকি দর্শকদের সঙ্গে অভিনেত্রীকে এদিন মন খুলে নাচতেও দেখা যায়। ভাইব, কিন্নি কিন্নি, লেমনেড, ন্যায়না, ইত্যাদি গান গাইতে শোনা যায় দিলজিতকে। এমনকি ভুল ভুলাইয়ার টাইটেল ট্র্যাকও গেয়েছেন তিনি।
এদিন নিমরত কৌরকে এদিনের অনুষ্ঠানের সিকিউরিটি গার্ডের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী দিলজিত দোসাঁঝের একটি গানের লাইন লেখেন ক্যাপশনে, ‘হোনা নি ম্যায় রিকভার।’ সঙ্গে ট্রফি, হৃদয় ও অন্যান্য ইমোজি দেন।
নিমরত কৌর তাঁর শো দেখতে এসেছেন জানতেনই না দিলজিত। পরে নিমরত যখন তাঁর পোস্টে গায়ককে উদ্দেশ্য করে লেখেন, ‘এক কথায় বললে আমার দেখা এবং যাওয়া সেরার সেরা কনসার্ট। দিলজিত দোসাঁঝ তোমার সমকক্ষ আর কেউ নেই। ওয়াহে গুরু সবসময় তোমার সহায় থাকুন’, তখন বিষয়টা জানতে পারেন দিলজিত।
দিলজিত নিমরতের পোস্টের মন্তব্যে লেখেন, ‘তুমি এসেছিলে? তোমার তো স্টেজে আসা উচিত ছিল তাহলে।’ গায়কের কথার জবাবে নিমরত বলেন, ‘স্টেজ এবং স্পটলাইট দুটোই তোমার, খালি তোমারই। আমি খুব লাকি যে আমি ফাইনালি তোমার লাইভ দেখতে পেলাম। ধন্যবাদ এত ভালো কনসার্টের জন্য।’
দিলজিত ও নিমরতের এই কনভারসেশন মুহূর্তেই চোখে পড়ে নেটিজেনদের। তাঁরাও এই কনভারশেশন দেখে দুজনকেই বেশ বাহবা জানিয়েছেন। এছাড়াও নিমরতের পোস্টে এক অনুরাগী মতব্য করেছেন যে তাঁর স্টেজে যাওয়া উচিৎ ছিলো। অভিনেত্রী হওয়ার কিছু তো ফায়দা থাকা উচিৎ। তবে এই মন্তব্যের উত্তরে নিমরত বলেন, ‘একেবারেই নয়। সেদিন স্টেজের একমাত্র আকর্ষণ ছিলেন দিলজিত। আর আমি সেখানে উপস্থিত ছিলাম তাঁর আর ১০ টা ভক্তর মতোই।‘ এদিন নিমরতকে দিলজিত দোসাঁঝের কনসার্টে সাদা ক্রপ টপ এবং ছাপার লাল সাদা শার্ট পরে দেখা যায়। স্পঙ্গে আরো ছিলো জিন্স ও পায়ে ছিল স্নিকার।