অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমার ও সঙ্গীতশিল্পী মনোজ মুরলী নায়ার অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনয় এবং সঙ্গীত জগতে। হারিয়ে যাওয়া বিষয় চিঠি-কে কেন্দ্র করে এক অভিনব অনুষ্ঠান নিয়ে হাজির হতে চলেছেন তাঁরা।
চিঠি- র অনুষ্ঠানের বিভিন্ন চমক
একটা সময় ছিল যখন মুঠো ফোনের প্রচলন ছিল না। ইন্টারনেটের ব্যবহারও জানতেন না অনেকেই। সেই সময় ছিল চিঠি লেখার অভ্যাস। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের যুগে মানুষ ভুলেছে চিঠি লেখার আগ্রহ। প্রেম, ভালোবাসা, থেকে শুরু করে মনের সকল ভাব প্রকাশ পেত চিঠিতে।পুরনো দিনের সেই আবেগ আজ হারিয়ে গিয়েছে। আজ আর কেউ অপেক্ষা করে থাকেনা চিঠির উত্তরের জন্য। অন্ধকার ধুলোমাখা ডাকবাক্সটাও আজ কোথাও অবহেলিত ভাবে পরে রয়েছে আবার কোথাও তার আর কোনও অস্তিত্বই নেই। তবে এবার পুরানো দিনের চিঠি লেখার স্মৃতি স্মরণ করাতে আসছে “লিখন তোমার”।
এই অভিনব অনুষ্ঠানে পাঠ করা হবে চিঠি। বিভিন্ন বিষয় লেখা চিঠির পাশাপাশি থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং তাঁর লেখা একটি চিঠিও। সঙ্গীতশিল্পী মনোজ মুরলী নায়ারের গানের সঙ্গে নাচতে দেখা যাবে অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমারকে।
অনুষ্ঠান নিয়ে দেবলীনা কুমারের সংশয়
এই অনুষ্ঠান প্রসঙ্গে অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমার জানিয়েছেন, গত জুন মাস থেকে এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তাঁরা। তবে বর্তমানে আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতির কারণে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন তাঁরা। কারণ তাঁরা সংশয় ছিলেন এই পরিস্থিতিতে অনুষ্ঠান দর্শকরা দেখতে আসবেন কি না। কিন্তু পরে অনুষ্ঠানের সাথে সকলের আবেগ এবং আর্থিক বিষয়ও জড়িত থাকার কারণে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন তাঁরা। এই অনুষ্ঠান আগামী ৩০ অগাস্ট বিড়লা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে।