টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। বেলাশুরু, বেলাশেষে সহ একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। শুধুমাত্র অভিনেতা নয় পাশাপাশি তিনি একজন বাচিকশিল্পীও বটে। সুজয় প্রসাদ বরাবরই অন্যায়ের বিরোধিতা করতে পছন্দ করেন। আবার ভুলটাকে অকপটে ভুল বলতেও পিছপা হন না। আসলে তিনি নিজের ভাবনাকে স্পষ্ট ভাবে তুলে ধরতে সবসময় ভালবাসেন। তবে এবার টলিউড নিয়ে একটি মন্তব্য করে বসেছেন তিনি। যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলে।
সম্প্রতি, একটি শোতে এসে অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় টলিউড প্রসঙ্গে একটি মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, “এটা হলো বৈষম্যের পীঠস্থান। এখানে এসব দেখানো হয়। কেউ জেনে আসে না। অথচ শিখে নেয়। লোকজন তীর্থস্থানে যায়, মন্দির দর্শন করতে যায় না? এখানে এলে বৈষম্যের দর্শন পাওয়া যায়”।
তিনি আরও বলেছেন, “তুমি জুনিয়র আর্টিস্ট, তুমি সিনিয়র আর্টিস্ট, তুমি এই, তুমি সেই কেন ভাই? শিল্পী তো শিল্পীই হয় তাই না। এভাবে তকমা মেরে দেওয়াটা বন্ধ করুন।’
এর পাশাপাশি তিনি জানান, যখন কলকাতার নামকরা একটি রেডিয়োতে কাজ করা শুরু করেছিলেন তখনও তাঁকে নাকি অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেখানে তাঁকে নিয়মিত ভয়ঙ্কর ভাবে কটাক্ষ করা হতো। সেগুলি নিছকই যে মজা ছিল এমনটা নয়। তাঁর শিক্ষা, বুদ্ধি, ইত্যাদি নিয়েও প্রতিনিয়ত কটাক্ষ করা হতো বলেই জানিয়েছেন অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
Sudeshna
About Author
You may also like
Culture & Society
দীর্ঘদিনের দাম্পত্য এবার বিচ্ছেদ, কোন পথে হাঁটছে চন্দ্রবিন্দু খ্যাত অনিন্দ্যর সম্পর্ক?
- BY ankitaghosh
- August 21, 2024
- 0 Comments