বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাঁর অভিনীত তুফান ঝড়ে কাবু হয়েছিল গোটা বাংলাদেশ। চলতি বছর ঈদ মুক্তি পায় শাকিব খানের তুফান সিনেমাটি। প্রথম টিজার দেখার পর বলিউডের অ্যানিম্যাল অথবা কেজিএফ-এর সাথে সামঞ্জস্য রয়েছে তুফান-এর এমন কটাক্ষও করেছিলেন নেটিজেনরা। এবার সেই তুফান আসতে চলেছে ওটিটি-তে। চরকি এবং হইচই দুই বাংলার ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।
প্রথমবার শাকিব খানের ব্লকবাস্টার ছবির প্রিমিয়ার হইচই তে
এই বিষয় হইচই-এর প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, তুফান খুব শীঘ্রই হইচই-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে। সম্ভবত হইচই-তে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সিনেমার প্রিমিয়ার হলো এটি। কারণ তুফান বিশ্বব্যাপী ব্লকবাস্টার একটি সিনেমা। তুফান নিয়ে আমরা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের প্রতিও নজর দিচ্ছি!”। তবে ওটিটি তে এই ছবির মুক্তির দিন এখনও জানা যায়নি।
তুফানে অভিনয় করলেন যারা
প্রসঙ্গত, পরিচালক রায়হান রাফীর এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন দুই নায়িকা একজন হলেন টলিউডের মিমি চক্রবর্তী এবং অন্যজন ঢাকার মাসুমা রহমান নাবিলা। বাংলাদেশের কোনও পরিচালকের সঙ্গে এটি মিমির প্রথম কাজ। এই সিনেমার অন্যতম আকর্ষণ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রটি। তাঁর এই নতুন রূপ বেশ নজর কেড়েছিল দর্শকদের। শাকিব-মিমি- চঞ্চল চৌধুরীর ট্রায়ো স্বাভাবিকভাবেই মন জয় করেছে দর্শকদের। এবার হিন্দিতেও শাকিব খানের তুফান মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছি।
বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশে ঝড় তুলেছিল তুফান। তবে কলকাতার ক্ষেত্রে সেই চিত্রটা ছিল একেবারে আলাদা। কলকাতায় তুফান রিলিজ হওয়ার পর শাকিব সাংবাদিক সম্মেলনে এসে সরাসরি বলেছিলেন আমরা যদি বাহুবলী, অ্যানিম্যাল টু-র জন্য অপেক্ষা করে থাকতে পারি তা হলে ‘তুফান’ কেন দেখব না? আমরা বাংলা কমার্শিয়াল ফিল্ম কেন দেখবো না? এটা একটা সপরিবার এবং সবাইকে নিয়ে হলে বসে দেখার ফিল্ম’। এর পরেও কলকাতায় আশানুরূপ ফল করতে পারেনি “তুফান”।