চলতি বছর শেষের দোরগোড়ায়। বছরশেষের এই সময়টা পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দ্যেশ্যে মেতে ওঠেন সকলে। আনন্দ উদযাপনে মেতে বছরের শেষ কটা দিন কাটান তাঁরা। তাই পিকনিক- পার্টির মুডে রয়েছেন টলিউড তারকারাও। তবে অন্যদের মতো বছরের শেষ সময়টা মোটেই ভাল কাটল না অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের। অসুস্থ হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন হলেন অভিনেতা। অবশ্য হাসপাতালের বিছানায় শুয়েও, মুখে হাসি ধরে রেখেছেন অভিনেতা। নিজের সমাজমাধ্যম পেজ থেকে নিজেই সকলকে একথা জানালেন অভিনেতা।
হাসপাতালে ভর্তি অভিনেতা সাহেব। কদিন আগেও মুম্বইতে নতুন সিনেমার কাজ করছিলেন বলে জানিয়েছিলেন। সহকর্মী স্বয়ং আর মধবন। কলকাতায় কুমোরটুলিতে মাধবনকে নিয়ে শুটিংয়ের পাশাপাশি ঘোরাঘুরিও করেছেন তিনি। বেশ ভালই দিন কাটাচ্ছিলেন অভিনেতা। হঠাৎ কি হলো?
হঠাৎ হাসপাতালে ভর্তি সাহেব! কি হলো অভিনেতার?
মুখেভর্তি একগাল কাঁচা- পাকা দাড়ি, চোখে চশমা, হাতে চ্যানেল করা, সূচ ফোটানো, গায়ে হাসপাতালের পোশাক। এভাবেই সমাজমাধ্যমে নিজের ছবি শেয়ার করে অসুস্থতার কথা জানালেন সাহেব। ২৭ ডিসেম্বর ছিল অভিনেতার জন্মদিন। কিন্তু জন্মদিনের সময়টা একেবারেই ভাল কাটছে না তাঁর। কিন্তু অসুস্থতার মধ্যেই তাঁর মুখে অটুট রয়েছে হাসি। এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে ক্ষমা চাইলেন ভক্তদের কাছে। অসুস্থ শরীরে কী এমন করলেন, যে এই অবস্থাতেও ক্ষমা চাইতে হলো?
হঠাৎ অসুস্থ অভিনেতা সাহেব। কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন তিনি? সমাজমাধ্যমে সাহেব ভক্তদের বন্ধু সম্বোধন করে লেখেন, শারীরিক অসুস্থতার কারণে ২৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই ২৬ ও ২৮ তারিখ তাঁর যে শো করার কথা ছিল তা আর করা হয়নি। সেই কারণে অনুষ্ঠানের আয়োজক এবং দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। দর্শককে অনুরোধ করেছেন, তাঁরা যেন সাহেবের অবস্থা বুঝতে পারেন।
জন্মদিনে মায়ের কাছে ছিলেন না অভিনেতা! ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা!
এছড়াও যাঁরা সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করেছিলেন, তাঁদের কাছেও ক্ষমাপ্রার্থী ছিলেন সাহেব। হাসপাতালে থাকার কারণে তিনি কারও সঙ্গে কথা বলতে পারছেন না বলে জানান। তবে মন থেকে তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা সাহেব। অভিনেতা আরও লেখেন, তাঁর ৪৮ তম জন্মদিন এটা। এই প্রথম এই দিনে তিনি মায়ের থেকে দূরে আছেন। মা, স্ত্রী এবং বাচ্চাদের খুব মিস করছেন বলে জানান। তবে যাঁরা যাঁরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।
তবে ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন সাহেব, তা এখনও জানা যায়নি। সংবাদমাধ্যমের তরফ থেকে অসুস্থতার কারণ জানতে তাঁকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, অভিনেতাকে ফোনে পাওয়া যায়নি। অতিশীঘ্রই তিনি সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসুক এই আশা রাখছেন সকলে। কিছুদিন আগেই কলকাতা ও মুম্বইতে শ্যুটিং করছিলেন মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। যদিও শোনা যাচ্ছে, আগের থেকে এখন ভাল আছেন তিনি।