গত আগস্ট মাসে মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। মুক্তির সঙ্গে সঙ্গেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। এই সিনেমাটি একটি দুর্দান্ত ব্লকবাস্টার সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছে। কমেডি ঘরানার এই ছবি মন জিতেছে দর্শকদের। সঙ্গে জমিয়ে ব্যবসাও করছে বড়পর্দা থেকে ওটিটির পর্দায়।
৫ কোটির কমে পারিশ্রমিক নেবেন না রাজকুমার রাও
তবে এই সিনেমাটির সাফল্যের পর থেকেই ভালোমন্দ কথা উঠছে সিনেমার কলাকুশলীদের নিয়ে। এবারে শোনা যাচ্ছে, রাজকুমার রাও নাকি এবার থেকে তাঁর প্রত্যেকটি সিনেমার জন্যই নেবেন ৫ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। যদিও তা বলিউডের বহু বাঘা বাঘা অভিনেতাদের কাছে খুবই যৎসামান্য। তবু সব সিনেমাই তো বিগ বাজেট সিনেমা হয় না। সব প্রযোজকের পক্ষে সম্ভবও নয় অভিনেতাকে এতো পরিমাণ পারিশ্রমিক দেওয়া। সব বোঝা স্বত্বেও কি নিজের দর বাড়াতে এমন পদক্ষেপ নিলেন রাজকুমার? এবার এই প্রসঙ্গে কথা বললেন রাজকুমার রাও নিজেই।
‘স্ত্রী ২’ ছবির সাফল্যের পরই বেড়েছে রাজকুমার রাওয়ের পারিশ্রমিকের অঙ্ক। চলতি বছরে মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি বিপুল ব্যবসা করে বক্স অফিসে। এর পরেই শোনা যায়, সাফল্যের শীর্ষে পৌঁছে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি নাকি এখন ছবি পিছু ৫ কোটি টাকা করে পারিশ্রমিক চাইছেন।
প্রযোজক’দের বোঝা হতে চান না রাজকুমার
তবে গুঞ্জন কিন্তু তিলকে তাল করার মতোই একটি বিষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতার সরাসরি জানান, ‘বোকার মতো প্রযোজক’দের বোঝা হতে চান না। তিনি এও বলেন, তাঁর প্যাশনের ‘উপজাত’ বিষয় হচ্ছে টাকা।
পারিশ্রমিক বেড়ে যাওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি প্রতিদিন আলাদা আলাদা টাকার অঙ্ক দেখতে পান। তিনি এতটাও বোকা নন যে তাঁর প্রযোজকদের বোঝা বাড়াবেন। সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমার অংশ হওয়ার জন্য তিনি অভিনেতা হিসেবে বদলে যাননি, টাকা কেবল তাঁর প্যাশনের সঙ্গে আসে। টাকার মোহে তিনি ভালোকাজ যে হাতছাড়া করতে চান না সেকথা তাঁর কথাতে স্পষ্টই বোঝা যাচ্ছে।
অভিনেতা আরও বলেন, তিনি সারা জীবন কাজ করতে চান যাতে তিনি এমন চরিত্রের খোঁজে থাকতে পারেন যা তাঁকে সারপ্রাইজ করবে, উত্তেজিত করবে, চ্যালেঞ্জ করবে এবং তাঁকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাঁর এবং তাঁর পছন্দসই কাজের মধ্যে টাকা কখনোই বাঁধা হয়ে দাঁড়াবে না সেকথা নিশ্চিত করেন রাজকুমার।
আগস্ট মাসে মুক্তি পায় ‘স্ত্রী ২’ যা ঝড় তোলে বক্স অফিসে। সেই সময় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, ‘স্ত্রী ২’ ছবির জন্য রাজকুমার নাকি ৬ কোটি টাকা পেয়েছেন এবং শ্রদ্ধা পেয়েছেন ৫ কোটি টাকা। রাজকুমার রাও কিন্তু গতমাসেও এই প্রসঙ্গে মন্তব্য রেখেছিলেন।
সমদিশের শোয়ে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় তিনি ইচ্ছে করলেই ৬ কোটি টাকার গাড়ি কিনে ফেলতে পারেন কিনা? রাজকুমার স্পষ্ট করে জানিয়েছিলেন, বাকি অভিনেতাদের মতো ৫-৬ কোটি টাকার গাড়ি কেনার ক্ষমতা তাঁর নেই। তিনি একেবারেই অত বড় লোক নন। শোরুমে ঢুকে যে কোনও একটি গাড়ি ইচ্ছে হলেই কিনে নিতে পারেন না তিনি। তিনি যে পারিশ্রমিক পান, সেই পারিশ্রমিকে লাখ টাকার গাড়ি কেনা সম্ভব তবে কোটি টাকার নয়।
এখনও বাড়ির ইএমআই দিতে হচ্ছে অভিনেতাকে, সব সামলে, এত বিলাসিতা তাঁর পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। এছাড়াও রাজকুমার তাঁর কথায় আরও যোগ করেন, ‘ভাই, সত্যি কথা বলতে লোকের যতটা মনে হয় আমার অত টাকা নেই। আমার ১০০ কোটি টাকা নেই।’ সবমিলিয়ে রাজকুমার রাওয়ের আকাশচুম্বী পারিশ্রমিকের দাবি যে পুরোপুরিই গুঞ্জন টা বেশ ভালই বোঝা যাচ্ছে।