বিভিন্ন রির্পোট অনুযায়ী জানা গেছে অভিনেতা জয়দীপ আহলাওয়াত যোগ দিয়েছেন অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান সিজন ৩ – এর কাস্টিংয়ে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় মহারাজ ছবিটি। যেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে জয়েদীপকে। এছাড়া এই ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন আমির পুত্র জুনেদ খান। এছাড়া অভিনেতা পাতাল লোক, জানে জান ইত্যাদি প্রজেক্টেও অভিনয় করেছেন।
ফ্যামিলি ম্যান- এর তৃতীয় সিজনের ঘোষণা
২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামজন প্রাইমে মুক্তি পেয়েছিল ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের প্রথম সিজন। ১০ পর্ব নিয়ে তৈরি হয় এই ওয়েব সিরিজের প্রথম সিজন। প্রথম সিজনেই এই ওয়েব সিরিজ দর্শকদের মন জয় করে নিয়েছিল। এরপর ২০২১ সালে মুক্তি পায় এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন যা ছিল নয় পর্বের। এরপর থেকে দীর্ঘদিন দর্শকরা অপেক্ষায় ছিলেন এই সিরিজের তৃতীয় সিজনের জন্য। অবশেষে চলতি বছরের মে মাসে ওয়েব সিরিজের তৃতীয় সিজনের ঘোষণা করা হয়।
এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্ব রয়েছেন রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডি.কে.। এই একটি ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা মনোজ বাজপেয়ীকে। মনোজ বাজপেয়ী ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন প্রিয়ামনি, শারদ কেলকার, সামান্থা রুথ প্রভু, আসলেশা ঠাকুর প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীদের। সামান্থা রুথ প্রভু যোগ দিয়েছিলেন এই সিরিজের সেকেন্ড সিজনে।
যোগ দিলেন জয়দীপ
ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের তৃতীয় সিজনে নতুন অভিনেতা হিসেবে যোগ দিলেন জয়দীপ আহলাওয়াত। তবে এই ওয়েব সিরিজে তাঁর চরিত্রটি কেমন হতে চলেছে? এই প্রশ্নের উত্তর হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আপাতত ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের নির্মাতারা তাঁর চরিত্রটি গোপন রাখতে চাইছে। এই মুহূর্তে কোনোরকম তথ্য এমন নেই যেখান থেকে আন্দাজ করা যেতে পারে তাঁর চরিত্রটি ঠিক কিরকম হতে পারে। তবে নির্মাতারা জানিয়েছেন এই সিরিজে তাঁর চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, যা এই ওয়েব সিরিজের তৃতীয় সিজনে এক নতুন উন্মাদনা যোগ করবে।
আরও পড়ুন
এই মুহূর্তে ওয়েব সিরিজের তৃতীয় সিজনের জন্য সকল কলাকুশলীরা নাগাল্যান্ডে শ্যুটিংয়ে ব্যস্ত। জানা গেছে অভিনেতা জয়দীপ আহলাওয়াতও নাগাল্যান্ডে শ্যুটিংয়ের জন্য যোগ দিয়েছেন টিমে।প্রসঙ্গত, কবে ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের তৃতীয় সিজন মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে সেই বিষয়ে স্পষ্টভাবে এখনো কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।