চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পেয়েছে ‘ স্ত্রী ২ ‘। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওকে। ইতিমধ্যেই স্ত্রী২ বক্স অফিরোসে দারুন সাফল্য লাভ করেছে। বক্স অফিসে আয়ের নিরিখে ‘ জওয়ান ‘ সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে স্ত্রী২। ভারতে এখনো পর্যন্ত এই ছবির মোট আয় ৫৮৩.৩০ কোটি। অন্যদিকে জওয়ান ছবির সর্বমোট আয় ছিল ৫৮৩ কোটি টাকা।
স্ত্রী ২ সম্বন্ধে
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট স্ত্রী ২ মুক্তি পায় সিনেমা হলে। প্রথম দিনেই এই ছবি আয় করেছিল ৬০ কোটি টাকা। এই বক্স অফিস সাফল্য বলে দেয় স্ত্রী ২ দর্শকরা সাদরে গ্রহণ করেছে। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনয় করতে দেখা গেছে অপরশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি এবং পঙ্কজ ত্রিপাঠীকে। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন অমর কৌশিক। এছাড়া এই ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। স্ত্রী ২ প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। এই ছবিটি ম্যাডাম ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের একটি অংশ। এই প্রযোজনা সংস্থার হরর কমেডি ইউনিভার্সের অন্যান্য ছবিগুলি হল ভেড়িয়া, স্ত্রী এবং মুঞ্জিয়া।
স্ত্রী ২ ফ্রাঞ্চাইজির প্রথম ছবি স্ত্রী মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তবে সেই ছবিও দর্শকরা বেশ পছন্দ করেছিল। তবে পরিচালকের তরফ থেকে স্ত্রী ২ মুক্তির আগেই জানিয়ে দেওয়া হয় এই ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি অর্থাৎ স্ত্রী ৩ – এর চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে তাই স্ত্রী ৩ খুব শীঘ্রই আনতে চলেছেন নির্মাতারা।
স্ত্রী ২ দেখে প্রতিক্রিয়া দিলেন হৃত্বিক রোশন
তবে শুধু দর্শকরাই নয়। বলিউড ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা এবং অভিনেত্রীরাও প্রশংসা করেছেন স্ত্রী ২ – এর । সম্প্রতি অভিনেতা হৃত্বিক রোশন স্ত্রী২ দেখে নিজের মতামত জানালেন সমাজ মাধ্যমের পাতায়। তিনি এই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া লিখেছেন নিজের এক্স হ্যান্ডেলে। অভিনেতার কথায়, ” স্ত্রী ২ একটি বেঞ্চমার্ক সেট করেছে। আমাদের সিনেমা জগতের জন্য এটি একটি বেশ আনন্দের বিষয়। স্ত্রী খুব ভালো ছিল এবং প্রথম ছবির প্লট টেনে একটি ইউনিভার্স তৈরি করে স্ত্রী ২ ছবিতে সকলকে একত্রিত করার বিষয়টিকে সাধুবাদ জানাই”।
অভিনেতা আলাদা করে এই ছবির প্রযোজক দীনেশ বিজন, পরিচালক অমর কৌশিক এবং ছবির চিত্রনাট্যকার নীরেন ভাটকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য সেই পোস্টেই আলাদা করে তাঁদের অভিবাদন জানিয়েছেন। অভিনেতা হৃত্বিক রোশনের এই পোস্ট স্পষ্ট বুঝিয়ে দেন যে তিনি স্ত্রী ২ সিনেমা বেশ পছন্দ করেছেন।
ম্যাডক ফিল্মসের পরবর্তী ছবি
প্রসঙ্গত, ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী ছবি ভ্যাম্পায়ারস অফ বিজয়নগর আসতে চলেছে। এই ছবিতে ভ্যাম্পায়ার অর্থাৎ মুখ্য ভূমিকা অভিনয় করতে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। তবে নায়িকার ভূমিকায় সামান্থা রুথ প্রভু অথবা রশ্মিকা মন্দানা কাকে দেখা যাবে এই নিয়ে রয়েছে জোর জল্পনা। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে খুরানা ব্রাদার্সকে, অর্থাৎ দাদা আয়ুষ্মানের সঙ্গে প্রথমবার একসঙ্গে এই ছবিতে কাজ করবেন অপরশক্তি খুরানা।
আরও পড়ুন
যাকে স্ত্রী এবং স্ত্রী ২ এই দুই ছবিতে অভিনয় করতে দেখা গেছে। তবে ভ্যাম্পায়ার অফ বিজয়নগর কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি ছবির নির্মাতাদের পক্ষ থেকে।