চলতি বছর জুলাই মাসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, বিজয় ভর্মা এবং শ্বেতা ত্রিপাঠি অভিনীত “মির্জাপুর সিজন ৩” মুক্তি পেয়েছে। তবে এই সিজনে কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়াকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন মুন্না ভাইয়া অর্থাৎ দিবেন্দু শর্মা। তাঁর এই অনুপস্থিতি মেনে নিতে পারছেন না দর্শকরা। তাই এবার এক “বিশেষ পর্ব” নিয়ে হাজির হতে চলেছে মির্জাপুর টিম।
মুন্না ভাইয়ার প্রত্যাবর্তনের গুঞ্জন
দীর্ঘ চার বছর পর অপেক্ষা করার পর “মির্জাপুর ৩”- এ কালিন ভাইয়া ও গুড্ডু ভাইয়ার ক্ষমতা দখলের লড়াই দেখার সুযোগ পেয়েছিল দর্শক। এই সিরিজটি মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া দেখা গিয়েছিল। কেউ কেউ এই সিরিজের প্রশংসা করেছেন আবার কারও কাছে তৃতীয় সিজনের তুলনায়, আগের সিজনগুলো অনেকটাই ভালো লেগেছিল। কিন্তু এসব কিছুর মধ্যেও “মির্জাপুর ৩”- এ মুন্না ভাইয়া অর্থাৎ দিবেন্দু শর্মার অনুপস্থিতি নিয়ে দর্শকরা বেশ আশাহত হয়েছিলেন। কারণ দর্শকদের মতে, “কালিন ভাইয়া” এবং “গুড্ডু ভাইয়া”-এর পাশাপাশি “মুন্না ভাইয়া”-এর চরিত্রটিরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়েছে যেখানে দেখা গিয়েছে, মুন্না ভাইয়া অর্থাৎ দিবেন্দু শর্মার ছবি, যার নীচে লেখা “বিশেষ পর্ব”। এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। সকলের একটাই প্রশ্ন তাহলে কি ফিরে আসছেন মির্জাপুরের মুন্না ভাইয়া? যদিও নির্মাতাদের পক্ষ থেকে এই পর্ব কবে মুক্তি পেতে চলেছে তা এখনও জানানো হয়েনি।
মির্জাপুর ৩ এর নতুন সিজন
প্রসঙ্গত, এরই মাঝে সিরিজের পরবর্তী সিজন আসার গুঞ্জন শোনা গিয়েছে, সম্প্রতি এক সংবাদমাধ্যমের ইন্টারভিউতে একথা জানিয়েছেন মির্জাপুর সিরিজের পরিচালক আনন্দ আইয়ার। তিনি সিজন ৩- এর সমালোচকদের উদ্দেশ্যে বলেন “মির্জাপুর ৩” ছিল আসলে “মির্জাপুর ৪”-এর প্রস্তুতির পর্ব। নতুন সিজনটি অন্যান্য সিজনগুলির তুলনায় আরও অ্যাকশনে ভরপুর হতে চলেছে। বিশেষ করে এই নতুন সিজনে মহিলা চরিত্রগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে এমনটাই জানিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে হয়েতো চলতি বছরের শেষেই আসতে
পারে “মির্জাপুর সিজন ৪”।
উল্লেখ্য, মির্জাপুরের প্রথম দুটি সিজন ব্যাপক সাফল্য পেয়েছিল দর্শক মহলে। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।