এইবার অভিনেতা দেব কে দেখা যাবে বাংলাদেশী চলচিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর সিনেমায়। সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমে এমন ইচ্ছা প্রকাশ করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।চলচিত্র নির্মাতা হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি এই নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি আবেগঘন পোস্টও করেছেন তিনি। বাংলাদেশের টিভি ড্রামা এবং সিনেমা দুই মহলেই রয়েছে তাঁর সমান খ্যাতি। তাঁর পরিচালিত টিভি নাটকের সংখ্যা প্রায় ৪৫০ র বেশি। ২০২০ সালে সিয়াম আহমেদ এবং পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা পরিচালনার কাজ শুরু করেন তিনি।
বাংলাদেশী চিত্রনির্মাতা চয়নিকার সিনেমায় অগ্রাধিকার পাবে কোন অভিনেতারা জানেন?
একটি সাক্ষাৎকারে চয়নিকা জানান সিনেমা তৈরি নিয়ে তার ইচ্ছার কথা।সেখানে টলিউডে সিনেমা পরিচালনার সুযোগ হলে নায়ক-নায়িকা হিসেবে কারা অগ্রাধিকার পাবে এই প্রশ্নের উত্তরে চয়নিকা জানান, টলিউডে তাঁর অনেক পছন্দের মানুষ আছে। উত্তম-সুচিত্রার ছবি তাঁর ভীষণ প্রিয়। এছাড়াও অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকেও তাঁর ভালো লাগে।
অভিনেতা দেব সম্পর্কে কি বললেন চয়নিকা চৌধুরী জানেন?
কথার প্রসঙ্গে তিনি বলেন, “কিন্তু দেবকে কী যে ভালো লাগে! দেবের মধ্যে নায়কের সব গুণ রয়েছে। খুব আপন মনে হয় ওকে। দেবকে নিয়ে একটা প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি।”
বিপরীতে কোন নায়িকা থাকবেন এই সিনেমায়?
তবে বড়পর্দায় দেবের বিপরীতে থাকছেন কোন তারকা? এ প্রসঙ্গে তিনি জানান দেবের বিপরীতে বাংলাদেশী দুই নায়িকা পছন্দে আছে তাঁর। মিষ্টি স্বভাবের সুন্দরী অভিনেত্রী পরীমণিকে তিনি তাঁর প্রথম মেয়ে বলেন। দ্বিতীয় মেয়ে বলেন অভিনেত্রী বুবলীকে। চয়নিকা বলেন এনারা দুইজনেই দুর্দান্ত পেশাদার। দেবের বিপরীতে তাঁর দুই মানসকন্যাকে তিনি মনস্থির করেছেন।
আরও পড়ুন
চয়নিকা জানান টলিউডে যৌথভাবে সিনেমা পরিচালনার ডাক তিনি পেয়েছিলেন। তবে ব্যস্ততার কারণে তখন সময় বের করে উঠতে পারেননি তিনি। তবে এইবারের পরিকল্পনা পুরোটাই তাঁর নিজের। তিনি একটি রোমান্টিক সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। চয়নিকার ইচ্ছা এর নায়ক হবেন টলিউডের এবং নায়িকা বাংলাদেশের।