২০১১ সালে ‘কেল্লাফতে’ দিয়ে বড়পর্দায় পা রাখেন অভিনেতা অঙ্কুশ হাজরা। টলিউডের বাঁধভাঙা জোয়ারে, কমার্শিয়াল ছবিকেই আঁকড়ে ধরেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। যদিও এখন থ্রিলার ছবিতেও বেশ নাম করেছেন অভিনেতা। ছবির জগত পেরিয়ে পা রেখেছেন ওয়েব সিরিজেও। এমনকী তাঁকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়ও। চেনা ছকের বাইরে বেরিয়ে মাঝেমধ্যেই নিজেকে নতুনভাবে প্রকাশ করেন অঙ্কুশ। এবার একেবারে সিলেবাসের বাইরে বেরিয়ে গেলেন অভিনেতা। হাতে তুলে নিলেন মাইক।
কি পোস্ট করলেন অঙ্কুশ?
টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অঙ্কুশ। তাঁর অভিনয় মন জিতেছে হাজারো মানুষের। তবে এবারে অভিনয় নয়, বরং অন্য আরেক প্রতিভা সামনে এলো অঙ্কুশের। নতুন ধরনের একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে অঙ্কুশ হাজরা মাইক হাতে গান গাইছেন। আর সেই ভিডিয়ো পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বওয়ালেন নেট নাগরিকরা।
সেদিন অঙ্কুশ হাজরা একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁকে মাইক হাতে একটি রিহার্সাল রুমে গান হইতে দেখা যাচ্ছে। তিনি ‘বাজে রে এই মনের কলিং বেল’ গানটি গাইছেন। এই ভিডিয়ো পোস্ট করে এদিন অভিনেতা নিজেই নিজের মজা করে বসেন। লেখেন, আহা, প্রায় ১০ বছর পর তিনি শোয়ের জন্যে মহড়া দিচ্ছেন। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন ভেবে দেখুন ঈশ্বর এত সুন্দর গলার আওয়াজ দিয়েছে, তাই নিয়ে কোনদিন তাঁকে অহংকার করতে দেখেনি কেউ। তিনি সেই সকল মানুষদের ধন্যবাদ জানাতে চান যারা কবর থেকে উঠে এসে তাঁর গানের প্রসংশা করে গেছেন।
অনুরাগীদের মন্তব্য
অভিনেতা নিজে যেমন নিজেকে নিয়ে মজা উড়িয়েছেন তেমন ভাবেই অঙ্কুশ হাজরার অনুরাগীরাও তাঁকে নিয়ে বেশ ভালই মজা করেছেন। একবিন্দুও ছাড় দেওয়া হয়নি তাঁকে। এক দর্শক লেখেন, ‘ভালো চেষ্টা। কিন্তু আর চেষ্টা করবেন না প্লিজ।’ দ্বিতীয় ব্যক্তি মন্তব্য করেন, শেষ অবধি ক্যাপশন পড়ে নাকি তাঁর নিজের কলিং বেলই খারাপ হয়ে গেল। তৃতীয় ব্যক্তি লেখেন, অঙ্কুশের গান শুনে তাঁর কান দিয়ে রক্ত ঝরছে।অঙ্কুশকে দ্বিতীয়বার গান না গাইবার পরামর্শ দিলেন নেটিজেনরা।
নিজের গলার স্বরের মজা ওরালেন তিনি নিজেই। তাঁর গান শুনে কানে তালা পড়লো সোশ্যাল মিডিয়া বাসীর। অঙ্কুশ হাজরাকে শেষবার দেখা গিয়েছে ‘মির্জা’ ছবিতে। চলতি বছর ঈদের সময় মুক্তি পেয়েছিল ছবিটি। বক্স অফিসে মোটের উপর বেশ ভালোই ব্যবসা করেছিল। ছবিটির প্রযোজনা করেছিলেন অভিনেতা নিজেই। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে। সিনেমার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, অঙ্কুশকে এবার দেখা যাবে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে। শালিমার নিবেদিত ও বঙ্গ ব্যাঙ্গ আয়োজিত ‘কলকাতা কমেডি কেত্তন’ আসছে আগামী ২০ ডিসেম্বর, কলা ভবনে। সেখানেই দেখা যাবে অঙ্কুশকে। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে থাকবেন পরিচালক সৌরভ পালোধী, আর জে দেবী, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত সহ আরও অনেকে। অঙ্কুশের গানের প্রস্তুতি এই শোয়ের জন্যই কিনা তা এখনো জানা যায়নি।