সম্প্রতি অনুষ্ঠিত হলো অনির্বাণ ভট্টাচার্যর ‘হুলি গান ইজমে’র কনসার্ট। আর সেখানেই চেনা অনির্বাণকে দেখা গেল অচেনা রূপে। মুখে খোঁচা খোঁচা দাড়ির সঙ্গে কেমন বয়স্ক রূপে ধরা দিলেন অভিনেতা। তাঁকে দেখে দর্শকের দু ধরনের চিন্তা মাথায় আসতে পারে। হয় তিনি অসুস্থ, মারনক্রম কোনো অসুখ গ্রাস করেছে তাঁকে। আর নইলে প্রেমে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়েছেন তিনি। তবে আশ্চর্য বিষয় হলো এর কোনোটিই হয়নি তাঁর। তবে হঠাৎ নিজের এমন ভয়ানক দশা কেন করলেন অভিনেতা?
কনসার্টের মঞ্চ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় দর্শকের সামনে এলো অনির্বাণের অন্য অবতার। সেখানে পরনে ময়লা পোশাক, মাথায় উস্কো শুস্কো ঝাঁকড়া চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে অদ্ভুত এক ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে ধরা দেন অনির্বাণ। হঠাৎ এমন লুকে কেন হাজির হলেন অনির্বাণ ভট্টাচার্য? কী এমন হল চনমনে অভিনেতার, যে চোখ মুখের এই দশা। অসুখ বিচ্ছেদ কিছুই হয়নি। অভিনেতাকে ভয় গ্রাস করেছে। বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘ভোগ’-এ অভিনেতা এই লুকেই দর্শকের সামনে আসবেন।
নতুন ওয়েব সিরিজ ‘ভোগে’র লুকে প্রস্তুত অনির্বাণ;
ইতিমধ্যেই থ্রিলার ঘরানার সিনেমায় পরিচালক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন পরমব্রত। ‘নিকষছায়া’-এর পর আবারো হরর থ্রিলার গল্প ‘ভোগ’ নিয়ে তিনি ফিরছেন ওটিটির পর্দায়। এই ওয়েব সিরিজ নিয়ে পরিচালক হিসেবে পরমব্রত যে আবারো দর্শকের মাঝে ফিরছেন, সে খবর বেশ কিছু দিন আগেই পাওয়া গিয়েছিল। অভীক সরকারের জনপ্রিয় গল্প ‘ভোগ’ নিয়ে নতুন ওয়েব সিরিজ বানাতে চলেছেন পরম।
এই থ্রিলার গল্প সানডে সাসপেন্সের দরুন ইতিমধ্যেই শ্রোতা মহলে বেশ জনপ্রিয়। তবু দর্শকের প্রিয় অভিনেতা-পরিচালক যখন একসঙ্গে এক ওয়েব সিরিজে কাজ করছেন, তখন সেই কাজ দেখার উৎসাহ দর্শকমনে আরও বেড়ে যায়। সিরিজের প্রধান মুখ হিসবে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন। এছাড়াও থাকবেন রজতাভ দত্ত। এই খবর নির্মাতা পক্ষর তরফ থেকে বেশ আগেই জানা গিয়েছিল। তবে বড়দিনের আগে নির্মাতা পক্ষর তরফ থেকে এলো নতুন চমক। প্রকাশ্যে এল সিরিজে অনির্বাণের প্রথম লুক।
অতীনের ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ! ডামরির চরিত্রে দেখা যাবে কাকে?
তবে অনির্বাণের থেকেও বড় চমক গল্পের ডামরি চরিত্রটি নিয়ে। অনির্বাণ যে ভোগ এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সেখবর জানা গিয়েছিল আগেই। তবে পেত্নীর চর অর্থাৎ ডামরির চরিত্রটি কে করবে এই নিয়ে দর্শকমনে ছিল বিপুল আগ্রহ। এবার নির্মতাপক্ষ ডামরিকে সম্মুখে আনলেন। ডামরির লুকে দর্শকের সামনে এলেন পার্নো মিত্র। অভিনেতা হিসাবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করেছেন। তবে এবারে অভিনেতা-পরিচালক ভূমিকায় কাজ করবেন দুই বন্ধু। ইতিমধ্যেই পরিচালক পরমব্রতর ‘নিকষছায়া’ এবং ‘পর্ণশবরীর শাপ’ মন জিতেছে দর্শকের। তাঁর আগামী কাজের অপেক্ষায় দিন গুনছে দর্শক।