সিরিজপ্রেমীদের জন্য সুখবর। আসতে চলেছে পর্ণশবরীর শাপ ২। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনায় আবার দেখা যাবে নীরেন ভাদুড়ি অর্থাৎ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে।
আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি সর্বত্র। তিলোত্তমার সুবিচারের আশায় রয়েছেন শহর থেকে গোটা দেশবাসী। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে সকল সেলিব্রিটিরা। প্রতিটি প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে প্রতিবাদের পাশপাশি তিনি ফিরেছেন পরিচালনায়।
সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ছবির শুটিং। যদিও মিছিল-সমাবেশ এবং বৃষ্টির কারণে বেশ কিছুটা সময় বিঘ্ন ঘটেছে কাজে। তাই অত্যন্ত দ্রুততার সাথে কলকাতার বিভিন্ন প্রান্তে শুটিং সারছেন পরিচালক।
পর্ণশবরীর শাপ ২, কি রয়েছে গল্পে
শোনা গিয়েছে, নতুন সিজনের গল্পে নাকি বেশ কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম সিজনের গল্প অনুযায়ী, উত্তরবঙ্গের একটি মেয়ের সঙ্গে ঘটা অন্যায়, মৃত্যু এবং অশরীরী কার্যকলাপ নিয়ে গড়ে উঠেছিল। দ্বিতীয় সিজনে কলকাতাজুড়েই নাকি গল্প থাকতে চলেছে। এখানকার একটি মেয়ের জীবনের গল্পকেই কেন্দ্র করেই এগোবে গল্প। তবে এই সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক এবং তন্ত্রসাধক নীরেন ভাদুড়ি। আগের সিজনের মতো এই সিজনেও তাকে সক্রিয় ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছিল এই সিরিজটি। পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনিন্দিতা বসু সহ প্রমুখ অভিনেতারা। “পর্ণশবরীর শাপ”-এর মাধ্যমে প্রথম সিরিজ জগতে পদার্পণ করেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
এই ছমছমে সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছিল গত বছর ভূত চতুর্দশীর দিন। যদিও নতুন সিজনটি কবে মুক্তি পাবে তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, হয়েতো এবছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে “পর্ণশবরীর শাপ ২”।