বলিউডের একসময়ের পাওয়ার কাপল ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের জুটি। এই দম্পতিকে নিয়ে জলঘোলা কম হয় না। বিশ্বসুন্দরী ও জুনিয়র বচ্চন মাঝে মধ্যেই খবরের শিরোনাম হয়েছেন। আগেও বহুবার গুঞ্জন রটেছে তাঁদের বিচ্ছেদের। তবে এতো কিছুর মধ্যে তাঁদের সম্পর্কে কোনো ধরনের চির ধরেনি এতদিন। গুঞ্জনকে মিথ্যে করে আবারো একসঙ্গে হাতে হাত রেখে তাঁরা ধরা দিয়েছেন ভক্তদের কাছে।
তবে বিবাদ ঘটলো এবার। বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় ঐশ্বর্য অভিষেক জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে নিমন্ত্রণ খেতে আসেন নি রাই সুন্দরী। মেয়েকে নিয়ে একা এসেছিলেন। এমনকি শ্বশুর বাড়ির সকলকে একরকম উপেক্ষা করে গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। সেই থেকেই শুরু হয় ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝে জানা গেলো সুখবর! আবারো স্বাভাবিক হচ্ছে রাই সুন্দরীর বৈবাহিক সম্পর্ক!
তবে আম্বানিদের অনুষ্ঠানের অন্দর মহলে অভিষেক ঐশ্বর্য একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন। তবে গুঞ্জনের দৌড়ে সবসময় ভুল তথ্যই আগে সামনে আসে। তাই সত্যতা যাচাই না করেই তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এদিকে গুঞ্জন নিয়ে এখন অবধি মুখ খোলেননি এই দম্পতি। তাই তাঁদের নীরবতাকেই বিচ্ছেদের গুঞ্জনের সম্মতি হিসেবে ধরে নিয়েছে অনেকে।
তবে এবারে বোধহয় সত্যিই অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের বরফ গলছে। সমস্ত জল্পনার মাঝেই এবার সম্পর্কে দূরত্ব কমার ইঙ্গিত দিলেন জুনিয়র বচ্চন। স্ত্রীর প্রশংসা করে অভিনেতা বলেন, “আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমার কাজ করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বর্য রয়েছে আরাধ্যার সঙ্গে। যার জন্য আমি ওঁর কাছে সত্যিই কৃতজ্ঞ।”
সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে। অর্জুন সেন নামে চরিত্রে বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেই ছবির প্রচারে সন্তানের জীবনে মায়ের ভূমিকার প্রসঙ্গে কথা বলেন অভিষেক। মেয়ে আরাধ্যাকে সময় দেওয়ার জন্য ঐশ্বর্যকে মন থেকে ধন্যবাদ জানান তিনি।
ঐশ্বর্যর প্রশংসা করে কি বললেন অভিষেক?
অভিষেক বলেন, “সন্তানের জন্য মায়েরা যা করতে পারে, তা কেউ পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। আসলে বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা জানে না। এটা অবশ্য পুরুষদেরই দোষ।”
এপ্রসঙ্গে তাঁর উপলব্ধ নিজের জীবনের ঘটনাও উল্লেখ করেন অভিষেক। বলেন, “যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে এসে দেখতেন। নিজের ব্যস্ত শিডিউলের মাঝেই আমাদের সময় দিতেন।”
ইদানীং বলিপাড়ায় কাল পাতলেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের খবরের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে। এনিয়ে যখন চর্চার অন্ত নেই, তখনই স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে শোনা গেল জুনিয়র বচ্চনকে।
অনেকেই মনে করছেন, বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। বেশ অনেক দিন ধরেই বলিপাড়ায় চলছে গুঞ্জন। কিন্তু সত্যি কি এই ‘পাওয়ার কাপল’-এর ডিভোর্স হতে চলেছে? এইসবই যে গুঞ্জন সেকথা কিছুদিন আগে জানিয়েছেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন। তবু লোকে কিন্তু ছাড় দিচ্ছে না। আর এবারে বিচ্ছেদের জল্পনার মাঝে স্ত্রীকে ‘ধন্যবাদ’ জানালেন জুনিয়র বচ্চন। গুঞ্জন তুঙ্গে থাকলেও এই ঘটনা তাঁদের বিচ্ছেদ না হবারই ইঙ্গিত দেয়।
সম্প্রতি সম্পত্তি মালিকানা নিয়ে শ্বাশুড়ি ননদের সঙ্গে মন কষাকষি হয়েছে ঐশ্বর্যর। সেজন্যই শ্বশুরবাড়ি ছেড়েছেন তিনি। মাঝে গুঞ্জন রটেছিল নিমরত কৌরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। তবে সেগুঞ্জন মিথ্যে করে নিজেকে সিঙ্গেল দাবী করেছেন অভিনেত্রী নিমরত।
২০০৭ সালে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিষেক-ঐশ্বর্য। এরপর তাঁদের জীবনে আসে মেয়ে আরাধ্যা। বলিউডে গুঞ্জন, অভিষেক-ঐশ্বর্য বিচ্ছেদ হওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে নাকি আইনজীবীর সঙ্গেও সাক্ষাৎ সেরে ফেলেছেন দু’জনে। তবে বচ্চন পরিবারের কাছের মানুষ, বিগ বি স্বয়ং বা অভিষেকের কথা কোনোটিতেই মনে হচ্ছে না যে এই ঘটনা যুক্তিযুক্ত। আশা করা যাচ্ছে গুঞ্জন মিথ্যে করে আবারো সুস্থ সংসার জীবনের দিকেই এগোবেন এই দম্পতি।