Celeb Lifestyle Tollywood

বিচ্ছেদ-পরকীয়ার গুঞ্জন সব অতীত! আগামী জীবন নিয়ে যিশুর প্ল্যান কি?

সম্প্রতি বাংলার বক্সঅফিসে মুক্তি পেয়েছে ‘খাদান’। এই সিনেমার ঝড়ে অনু বাংলা ছবির টেকা দায়। এই সিনেমাতেই মোহনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। সংবাদ মাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে, কাজ নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেননি যীশু সেনগুপ্ত। তবে চাঞ্চল্যকর এক তথ্য জানিয়েছেন নিজের লাভ লাইফ নিয়ে। আর এই খবরে ফের গুঞ্জন শুরু হলো টলিপাড়ায়।

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত ছিলেন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি। কিন্তু সম্পর্কে ফাটল ধরেছে বেশ কিছুদিন। এখন দুজনের পথ আলাদা। দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন নীলাঞ্জনা। তবে আইনি বিচ্ছেদ কিন্তু এখনো হয়নি তাঁদের। তবু দুজনের ছাদ আলাদা। তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা।

বিয়ে নিয়ে মুখ খুললেন যিশু!

নিজের নামের থেকে সেনগুপ্ত পদবি মুছে ফেলার পর তার পরই নীলাঞ্জনা একটি পোস্টে লেখেন, ‘‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ এর পরই কানাঘুষো শুরু হয় বাংলার দর্শকমহলে। যিশুকেই ঘুরিয়ে কিছু বার্তা দিতে চাইলেন কিনা সে বিষয়ে চলে তুমুল চর্চা। তবে এতদিন এই বিষয়ে চুপ করে ছিলেন যিশু। কিন্তু এবার মুখ খুললেন তিনি। তবে সরাসরি কিছুই বলেন নি বিচ্ছেদ নিয়ে। একটু ঘুরিয়ে কি বললেন যিশু?

অনেকেই জানেন যিশু একা মুম্বইতে থাকেন তাঁর ব্যক্তিগত সহকারীকে নিয়ে। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ও লিভ ইন চালাচ্ছেন যিশু। তবে তিনি যে আজকাল স্রেফ মুম্বইতেই থাকেন, এই খবর সম্পূর্ণ ভুল। নিজের মুখে যিশু বলেন, কলকাতায় নিজের পুরনো বাড়িতে ফিরে গেছেন অভিনেতা। তবে এইসবের মধ্যে প্রথমবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। ঠিক কী বললেন তিনি?

দ্বিতীয় বিয়ে নিয়ে কি পরিকল্পনা যিশুর?

সম্প্রতি, সিনেমার প্রচারে মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে গান গেয়ে ওঠেন যিশু। যিশুর গলায় শোনা যায়, তাঁরই সিনেমার ‘বাবা আমার কি বিয়ে হবে না’ গানটি। এই গানটি গাওয়ার পরই যীশু সটান বলে ওঠেন, “আমার বিয়ে করার কোনও ইচ্ছে নেই, আর নেই’। মাত্র এই এক-দু’টি বাক্য। আর এই কথার মাধ্যমে অনেককিছুই বুঝিয়ে দিলেন যিশু সেনগুপ্ত।

প্রথম দিকে যিশু এবং নীলাঞ্জনা মাঝে তৃতীয় ব্যক্তির কথা শোনা গেলেও, পরে জানা গিয়েছে সেই খবর নাকি ঠিক নয়। যীশু নাকি নতুন কোনও সম্পর্কে জড়াননি। তাহলে ঠিক কি কারনে বিচ্ছেদ যিশু- নীলাঞ্জনার, সেই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। অন্য নারীর সঙ্গে মুম্বইতে থাকার কথা যে সম্পূর্ণ ভুল, তা যিশু নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন আগেও। এই প্রথমবার সর্বসমক্ষে বিয়ে প্রসঙ্গে কথা বললেন অভিনেতা যিশু সেনগুপ্ত।

এতদিন স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও বিয়ে নিয়ে কী কথা বললেন যিশু? আর এদিন অনুষ্ঠানে এই কথা বলে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, নতুন সম্পর্ক বা বিয়ে কোনওটাই তিনি আর চান না। সমাজমাধ্যমে যিশুর এই ভিডিওতে যদিও অনেকে তাঁর ‘নতুন সম্পর্ক’-এর কথা তুলে তাঁকে দোষারোপ করেছেন। তবে সত্যিটা আসলে কি তা জানেন যিশু-নীলাঞ্জনা। তবে এইমুহূর্তে যে বিয়ে থেকে যে শত হস্ত দূরে রয়েছেন যিশু, একথা সত্যি।

Priyanka Sarkar

Priyanka Sarkar

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Xplorent Media, where every click brings the colourful worlds of Bollywood and Tollywood  to life. 

Our Company

Get Latest Updates and big deals

    Come along and discover the wonders of television, films, and celebrity culture like never before!

    Xplorent Media @2024. All Rights Reserved.