রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বলিউডের জনপ্রিয় জুটি। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান, কন্যা ‘দুয়া’। এতদিন নিজেদের মেয়েকে ক্যামেরার আড়ালে রাখলেও, সম্প্রতি তাঁরা এক বিশেষ উদ্যোগ নেন।
মেয়ে দুয়ার মুখ দেখিয়ে পাপারাজ্জিদের অনুরোধ করলেন দীপিকা-রণবীর….
মুম্বইয়ের বাড়িতে কিছু জনপ্রিয় পাপারাজ্জিদের আমন্ত্রণ জানান এই তারকা দম্পতি। সেখানে তাঁরা তাঁদের মেয়ের মুখ দেখান। তবে তাঁরা স্পষ্টভাবে অনুরোধ করেন, দুয়ার ছবি না তুলতে। বলিউড তারকাদের মধ্যে সন্তানকে মিডিয়া থেকে দূরে রাখার প্রবণতা নতুন কিছু নয়।
বিরাট-অনুষ্কা থেকে শুরু করে সইফ-করিনা, অনেকেই তাঁদের সন্তানদের ছবি বা পরিচয় লুকিয়ে রাখতে চান। কিন্তু রণবীর-দীপিকা ভিন্ন পথে হেঁটেছেন। পাপারাজ্জিদের বক্তব্য অনুযায়ী, ছোট্ট দুয়া দেখতে পুরোপুরি দীপিকার মতো। তাঁর মুখের গড়ন, চোখের আকার সবই দীপিকার সঙ্গে মিলে যায়। দীপিকার এই ক্ষুদ্র সংস্করণ ইতিমধ্যেই সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
দীপিকা-রণবীরের কন্যা দুয়া, ক্যামেরার সামনে প্রথমবারদীপিকা ফেব্রুয়ারি মাসে জানান যে, তিনি অন্তঃসত্ত্বা। তখন থেকেই তাঁর এবং রণবীরের সন্তানকে নিয়ে জল্পনা শুরু হয়। ৮ সেপ্টেম্বর তাঁদের জীবনে আসে ছোট্ট দুয়া। মেয়ে হওয়ার পর দীপিকা কিছুদিন ক্যামেরার সামনে আসেননি।
তবে মা হওয়ার পর প্রথমবার তিনি বেঙ্গালুরুতে একটি ইভেন্টে প্রকাশ্যে আসেন। রণবীর ও দীপিকা দুজনেই মিডিয়ার গুরুত্ব ভালোভাবে বোঝেন। তাঁরা জানেন, তাঁদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তাঁদের ভক্তদের কাছে কতটা মূল্যবান। তাই এই উদ্যোগে তাঁরা পাপারাজ্জিদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনকেও সম্মান দিয়েছেন। যদিও রণবীর-দীপিকা মেয়ের মুখ দেখালেন, তবুও তাঁরা চান দুয়া স্বাভাবিকভাবে বড় হয়ে উঠুক।
তারকা সন্তান হওয়ার কারণে যে চাপ আসে, সেটি তাঁরা দুয়ার থেকে দূরে রাখতে চান। রণবীর এবং দীপিকার এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে প্রশংসিত হয়েছে। তাঁদের অনুরাগীরা মনে করছেন, এটি একটি ভারসাম্যপূর্ণ এবং সঠিক পদক্ষেপ।
বলিউডে এমন উদ্যোগ খুবই কম দেখা যায়। অনেক তারকাই সন্তানকে মিডিয়া থেকে দূরে রাখেন, আবার কেউ কেউ জন্মের পরপরই সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন। রণবীর-আলিয়া যেমন তাঁদের মেয়ে রাহাকে প্রকাশ্যে এনেছিলেন, তেমনি দীপিকা ও রণবীরের এই উদ্যোগও নজর কেড়েছে।
ছোট্ট দুয়ার ভবিষ্যৎ নিয়ে ভক্তরা খুবই আশাবাদী। দীপিকা ও রণবীরের মতো প্রতিভাবান অভিভাবকের মেয়ে হওয়ার কারণে তাঁর বড় হওয়ার পথ নিয়ে জল্পনা এখন থেকেই শুরু হয়েছে। আপাতত, তাঁরা দুয়াকে স্বাভাবিক জীবনের স্বাদ দিতে চান।
রণবীর ও দীপিকার এই উদ্যোগ প্রমাণ করে, তারকারা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখতে পারেন। তাঁদের এই পদক্ষেপ আরও একবার তাঁদের ভক্তদের হৃদয় জয় করেছে।