প্রায় এক দশক আগেও বলিউডের পার্শ্ব চরিত্রে তাঁর অভিনয় মন জিতেছে দর্শকদের। ভাই সলমন খানের সঙ্গে প্রায় সব সিনেমাতেই দেখা যেত সোহেল খানকে। তবে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ ইতিহাসের গল্পে তৈরি বীর সিনেমার পর, দুভাই একসঙ্গে বড়পর্দায় আসা অনেকটাই কমিয়ে দিয়েছেন। তবে এবারে দক্ষিণী সিনেমাতে দেখা যাবে সোহেল খানকে। জন্মদিন উপলক্ষে সামনে এলো সিনেমার ফার্স্ট লুকের পোস্টার।
সোহেলের জন্মদিন উপলক্ষ্যে ‘এনকেআর ২১’ এর নির্মাতারা অভিনেতার ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন। তেলুগু ছবি ‘এনকেআর ২১’ এর মাধ্যমেই দক্ষিণী সিনেমা জগতে পা রাখছেন অভিনেতা সোহেল খান। গত ২০ ডিসেম্বর ৫৪ বছরে পা দিয়েছেন অভিনেতা সোহেল।
দুই ছেলেকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন সোহেলের–
পরিবারের যে কারো জন্মদিনই বেশ ধুমধামের সঙ্গে পালিত হয় খান পরিবারে। সোহেলের জন্মদিনেও তাঁর অন্যথা হয়নি। ২০ ডিসেম্বর সন্ধ্যেতে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন সোহেল। পরিবারের সকলের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে রঙিন। সেদিন পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সোহেল খানের দুই ছেলে নির্বাণ ও ইয়োহান। দুই পুত্রর হাত ধরে কেক কাটতে দেখা যায় সোহেলকে। তবে ছেলেদের হাত ধরে কেক কাটলেও, কেকের প্রথম টুকরো কিন্তু দাদা সলমনকেই খাওয়ালেন সোহেল।
স্ত্রী সীমার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন। তবে দুই ছেলের প্রতি ভালোবাসা কমেনি লেশমাত্র। দুই ছেলের হাত ধরে নিজের বিশেষ দিনে কেক কাটলেন সোহেল। তবে, প্রথম টুকরোর ভাগীদার কিন্তু ‘ভাইজান’ সলমনকেই করলেন সোহেল।
গত রবিবার রাতে নিজের জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোহেল। ক্যাপশনে ভক্ত ও শুভাকাঙ্খীদের উদ্দ্যেশ্যে ধন্যবাদ জানিয়েছেন সোহেল। সোহেল তাঁর প্রিয় পরিবার ও বন্ধুদের উদ্দ্যেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নিজের জন্মদিনের সন্ধ্যেকে এভাবে বিশেষ করে তোলার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞ।
নিজের জন্মদিনের পার্টি আরও কিছু মুহূর্ত ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা। সেখানে তাঁকে ববি দেওল, সঞ্জয় কাপুর এবং আরও অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে। এই মুহূর্তে তাঁর বিচ্ছেদ ঘটেছে স্ত্রী সীমা সচদেবের সঙ্গে। তাঁদের দুই সন্তান নির্বাণ ও ইয়োহানকে কখনও মা আবার কখনও বাবার সঙ্গে থাকে।
দক্ষিণী সিনেমাতে পা রাখতে চলেছেন সোহেল! অভিনেতাকে পেয়ে আপ্লুত নির্মাতাপক্ষ —
তবে দাম্পত্য জীবন একটু পাতা ঝরা হলেও পেশাগত জীবন বেশ ঝলমল করছে সোহেলের। এবারে দক্ষিণী সিনেমা জগতে পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা। তাঁর তেলুগু ডেবিউ ফিল্মের নাম এনকেআর ২১। অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে সিনেমার নির্মাতারা ওই ছবিতে সোহেলের ফার্স্টলুক পোস্টারও শেয়ার করেছেন। পোস্টারে সোহেলকে ব্লেজার পরিহিত, মুখ ভর্তি দাড়ি, চোখে চশমা অবস্থায় দেখা যাচ্ছে। পোস্টারের সঙ্গে ছবির নির্মাতা পক্ষ জন্মদিনের শুভেচ্ছা জানায় সোহেলকে। সঙ্গে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে স্বাগতমও জানানো হয়। তাঁরা ক্যাপশনে লেখেন, “আমরা আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আনন্দিত।”
প্রদীপ চিলুকুরির পরিচালনায় মুক্তি পেতে চলেছে এনকেআর ২১। সিনেমাতে অভিনয় করেছেন, নন্দামুরি কল্যাণ রাম, বিজয়সন্তী, সাই মাঞ্জরেকর, শ্রীকান্ত এবং পৃথিবীরজের মতো অনেকে। অশোক ক্রিয়েশনস এবং এনটিআর আর্টস ব্যানারের অধীনে অশোক বর্ধন মুপা এবং সুনীল বালুসু এই সিনেমাটি প্রযোজনা করেছেন।