টলিপাড়ার আলোচিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য তাঁদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই শিরোনামে রয়েছেন। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেট থেকে শুরু হওয়া তাঁদের প্রেমকাহিনি এখন নতুন মোড়ে। আগামী ১৯ জানুয়ারি ২০২৪, এই জনপ্রিয় জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ভক্তদের জন্য এ যেন এক বিশেষ খবর।
সম্পর্কের যাত্রা শুরু….
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র সেটে প্রথম আলাপ রুবেল ও শ্বেতার। কাজের সূত্রে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে পরিণত হয়। প্রথমে নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করলেও, বেশি দিন তা আড়ালে রাখতে পারেননি। ২০২৩ সালের শুরুতেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রুবেল ও শ্বেতা।
বাগদান পর্বের পর বিয়ের প্রস্তুতি….
কয়েক মাস আগেই রুবেল-শ্বেতার বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। এবার তাঁরা নিজেদের জীবনকে আরও সুন্দর করতে যাচ্ছেন বিয়ের মাধ্যমে। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হবে। অত্যন্ত ব্যক্তিগত পরিবেশে বিয়ের আয়োজন হলেও ভক্তরা তাঁদের বিশেষ দিনের দিকে তাকিয়ে রয়েছেন।সম্প্রতি তাঁদের প্রি-ওয়েডিং ভিডিওটি প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। শহরের কোলাহল থেকে দূরে, এক মনোরম পরিবেশে ভিডিওটির শুটিং হয়েছে। ভিডিওতে কখনও শ্বেতাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন রুবেল, কখনও পড়ে যাওয়া হবু স্ত্রীকে আগলে ধরছেন। এই রোম্যান্টিক ভিডিওতে তাঁদের রসায়ন দেখে বোঝা যায়, ভালোবাসায় কতটা গভীর তাঁরা। হলুদ ড্রেস আর পাঞ্জাবিতে, আবার কখনও শাড়ি ও মানানসই পাঞ্জাবিতে তাঁদের বিভিন্ন মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে।
লাল রঙে সাজানো ‘বিয়ের কার্ড….
ইতিমধ্যেই রুবেল ও শ্বেতার বিয়ের কার্ড প্রকাশিত হয়েছে। লাল রঙের এই কার্ডটি খুবই আকর্ষণীয়। কার্ডে লেখা রয়েছে, ‘বিয়ের গল্প কথা’। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তাঁরা যে বিয়ের আয়োজন করছেন, তা অত্যন্ত আবেগঘন হবে বলে মনে করা হচ্ছে।
রুবেল ও শ্বেতা দু’জনেই বর্তমানে টেলিভিশনের ধারাবাহিক কাজ নিয়ে ব্যস্ত। শ্বেতা অভিনয় করছেন জি বাংলার ‘সোহাগ জল’ ধারাবাহিকে, আর রুবেল কাজ করছেন স্টার জলসার ধারাবাহিকে। তবে কাজের ব্যস্ততার মধ্যেও বিয়ের প্রস্তুতি এবং সময় একে অপরের জন্য বের করছেন তাঁরা।
নতুন জীবনের দিকে….
নতুন বছরের শুরুতেই রুবেল-শ্বেতা তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন। দু’জনেই তাঁদের ভক্তদের ভালোবাসা এবং আশীর্বাদ চেয়েছেন। তাঁদের বিয়ে নিয়ে টলিপাড়ায় এখন উৎসবের আবহ। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের বিয়ের আরও কিছু ছবি এবং মুহূর্ত দেখার জন্য।রুবেল ও শ্বেতার জন্য রইল শুভকামনা। তাঁদের এই নতুন যাত্রা সুখ ও ভালোবাসায় ভরপুর হোক!