জব উই মেট সিনেমা মুক্তি পেয়েছিল সে এক দশক পেরিয়ে গেছে। তবে আজও ভক্তদের মুখে মুখে গীত আর আদিত্যর নাম সবসময়। জীবনটাকে গীতের মতো করেই দেখতে চায় উঠতি বয়েসি সব মেয়েরা। চায় আদিত্যর মতো একজন জীবনসঙ্গী। আবার ছেলেরাও চায় তাঁদের জীবনসঙ্গী গীতের মতোই কেউ হোক, যে তাঁদের খারাপ ভালো সময় সামলাবে, সাহস জোগাবে। চলতি বছর ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আবারো মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলীর এই রোমান্টিক সিনেমা। আর দ্বিতীয়বারের মুক্তিতেও দর্শকের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। এই সিনেমা যে বরাবরই দর্শকের বেশ পছন্দের তা বোঝাই যায়।
গীত-আদিত্য একসঙ্গে আজও নস্টালজিয়া!
সিনেমার প্রধান দুই চরিত্র গীত ও আদিত্যর ভূমিকায় অভিনয় করেছিলেন, শাহিদ কাপুর ও করিনা কাপুর। সেই সময় সিনেমার পাশাপাশি বাস্তবেও দুজন দুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ভক্তদের ইচ্ছে ছিল সেসময়ের চকলেট বয় আর বেবোর সম্পর্ক পাকাপাকি হোক। তবে শেষমেষ তা হয়নি। দুজনের রাস্তা বেঁকে গিয়েছে দুদিকে। এতে যে ভক্তরাও বেশ কষ্ট পেয়েছিলেন সেকথা বলা বাহুল্য। আর তাই এতোদিন বাদে আবারো শাহিদ-করিনাকে একসঙ্গে দেখে উচ্ছসিত দর্শক।
শাহিদ বিয়ে করেছেন মীরা রাজপুতকে। কন্যা মিশা এবং পুত্র জৈনকে নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে। বলিউডের এই পাওয়ার কাপলের দুই পুত্র তৈমুর এবং জেহ।
ছেলে মেয়েদের স্কুলের অনুষ্ঠানে ফের একসঙ্গে দেখা গেলো শাহিদ-করিনাকে, প্রাক্তন জুটিকে একসঙ্গে দেখে উচ্ছসিত দর্শক!
গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বহু প্রতীক্ষিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে যেন বসেছিল তারাদের হাট। কারণ তাঁদের অনেকের ছেলেমেয়েই ওই স্কুলের পড়ুয়া। আর নিজের সন্তানদের অনুষ্ঠান দেখার জন্যই হাজির হয়েছিলেন বলিউডের নামীদামি বহু তারকা। এঁদের মধ্যে ছিলেন, করিনা কাপুর খান ও সইফ আলি খান, শাহিদ কাপুর আর মীরা রাজপুত এবং শাখরুখ খান।
ওই অনুষ্ঠানে বড় ছেলে তৈমুরের সঙ্গে প্রথম ঢুকতেই সকলের নজর ঘুরে যায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি করিনা আর সইফের দিকে। সঙ্গে অবশ্য ছিলেন করিনার দিদি তথা বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরও। মঞ্চে ছোট পুত্র জের পারফরম্যান্স দেখে ভীষণ উচ্ছসিত দেখা যায় করিনাকে। দর্শক বলেন, ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার পু নয়, অঞ্জলি অবতারে ধরা দিলেন করিনা। অন্যদিকে দুই সন্তান মিশা এবং জৈনকে নিয়ে অনুষ্ঠানস্থলে রীতিমতো স্টাইলিশ অবতারে প্রবেশ করতে দেখা যায় আরএক বহুলচর্চিত জুটি শাহিদ ও মীরাকে।
অনুষ্ঠানস্থলের ভিতরে তাঁদের সকলের ছবিই ইতিমধ্যে হু-হু করে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভক্তরা লক্ষ্য করেন যে, অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকা করিনা কাপুর খানের একদম পিছনেই বসে রয়েছেন শাহিদ কাপুর। এক সময় বলিউড জুড়ে চর্চার বিষয় ছিল শাহিদ আর করিনার মিষ্টি প্রেমের কাহিনি। আর এত বছর বাদে স্কুলের অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিক-প্রেমিকার ছবি দেখে নেটিজেনরা ফিরে গেছেন জব উই মেট নস্টালজিয়ায়। ফের তাই চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে উপচে পড়েছে ওই প্রাক্তন যুগলের ভক্তদের প্রতিক্রিয়া। এক ব্যবহারকারী কমেন্ট করে লিখেছেন যে, “এই ছবিটা খুবই মিষ্টি – এক ফ্রেমে বেবো আর শাহিদ!” অন্য এক নেটাগরিক আবার লিখেছেন যে, “একই বৃত্তে বলিউডের প্রাক্তন তারকা জুটি – তাঁদের এমন ঠান্ডা মেজাজে দেখে বেশ ভালই লাগছে।”
‘জব উই মেট’ ছবির শ্যুটিং চলাকালীন প্রেমের সম্পর্কে ছিলেন করিনা কাপুর আর শাহিদ কাপুর। কিন্তু ছবি মুক্তির আগেই ভেঙে যায় এই জুটির সম্পর্ক। তবে জীবন থেমে থাকে না। মুভ অন করে বর্তমান সঙ্গীদের নিয়ে দুজনেই সুখে সংসার করছেন। শাহিদ বিয়ে করেছেন মীরা রাজপুতকে। কন্যা মিশা এবং পুত্র জৈনকে নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে। বলিউডের এই দম্পতির দুই পুত্র তৈমুর এবং জেহ।