বাংলার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। জীবনকালে যা সিনেমা করেছেন তাতেই জয় করেছেন দর্শকমন। মহানায়িকার আর অন্য কোনো তুলনা হয়না। তবে সুচিত্রা সেনকে আদর্শ মেনে তাঁরমতো অবিকল সাজে ধরা দিতে চান অনেকেই। সকলে তাঁর সেই রূপ, সেই সাজ করায়ত্ত করতে পারেন না ঠিক, তবে সুচিত্রা সেনের পর তাঁর মতো সেজে দর্শককে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন মহানায়িকার নিজের রক্ত, তাঁর নাতনি রাইমা সেন এবং অভিনেত্রী পাওলি দাম।
সুচিত্রা সেনের লুকে সেজে দর্শকের মন জিতলো বাংলার আরেক অভিনেত্রী। তাঁর ছবি ঘিরেই এতো শোরগোল পড়েছে নেটপাড়ায়। সুচিত্রা সেনের মতো সেজে বাংলার দর্শকমহলে ঝড় তুললেন জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকের রাইপূর্ণা। রাইপূর্ণার চরিত্রে অভিনয় করে অনেক আগেই দর্শকের মনে স্থায়ী জায়গা করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। দিন কয়েক আগে নিজের ফেসবুকে এই ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘এমনি’।
একেবারে পর্দার সুচিত্রা সেন! আরাত্রিকা যেন একরাশ মুগ্ধতা!
আরত্রিকার সমাজমধ্যমে সাদাকালো ওই ছবি দেখে দর্শক বললেন এতো অবিকল সুচিত্রা। জি বাংলার নায়িকার এই রূপ দেখলে সত্যিই একটু দন্দে পড়েছেন নেটপাড়া। ওই হাসি দেখলে নিমেষেই সুচিত্রা সেনের কথা মনে আসবে সকলের। মিঠিঝোরার রাইকে দেখে সুচিত্রা সেনের কথা মনে পড়ল নেটপাড়ার, নিজের লুক নিয়ে কী বললেন আরাত্রিকা?
তাঁর বাঁকা ঠোঁটের হাসি আজও মন কেড়ে নেয় সমস্ত বাঙালির। কাজল টানা চোখে তাকালে হার্টবিট যেন থমকে যায়। বাঙালির মহানায়িকা সুচিত্রা সেনের অন্যকোনো তুলনা হয়না। সম্প্রতি তাঁর মতো সেজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী আরাত্রিকা। সেই হাসি, সেই চাহ্নি দেখে কয়েক পলকের জন্য অনেকেই ভেবেছিলেন, এ যেন মহানায়িকা নিজে।
নিজের খেয়ালেই ছবি তুলেছিলেন আরাত্রিকা, তাতেই কিস্তিমাত!
সাধারণভাবে তোলা এই ছবি যে এতো ভাইরাল হবে তা ঘুণাক্ষরেও ভাবেননি নায়িকা। সোমবার রাতে এই ছবি ফেসবুকে শেয়ার করে নেন পরিচালক রাজর্ষি দে। সঙ্গে লেখেন, ‘এই হাসিতেই শান্তি’। পরিচালক পোস্ট দেখেও অনেকেই বিচলিত। এই ছবির রহস্য জানতে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয়েছিল আরাত্রিকাকে। মিঠিঝোরার সেট থেকেই কথা বলেন নায়িকা।
আরাত্রিকা জানালেন, তিনি নিজেও ভাবেননি ছবিটা এইরকমভাবে সবার মনে দাগ কাটবে। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে ছবিটা তোলেননি তিনি। এটা কোনও শ্যুটের ছবিও নয় বলে জানালেন নায়িকা। আলাদা করে মেকআপ করেননি। মিঠিঝোরার শ্যুটিং থেকে ফিরে, এমনি বাড়িতে একটু রেট্রো স্টাইলে চোখ এঁকেছিলেন মাত্র। এরপর নিজের ফোনের ক্যামেরাতে সেলফিটা তুলেছেন।
অভিনেত্রী জানালেন, স্বর্ণযুগের বাংলা ছবির নায়িকাদের লুক তাঁর খুব পছন্দ। সেই কারণে সাদাকালো ছবি তুলতে ভালোবাসেন তিনি। সঙ্গে জানাতে ভুললেন না পুরোনো দিনের বাংলা ছবি দেখেন বলেই তিনি সেই নিয়ে খুব দ্বিগজ এমনটা নন। আরাত্রিকার কথায়, ‘আমি কায়দাবাজি করে ছবিটা তুলেছিলাম। এমন সাড়া পাব ভাবিনি’। ভবিষ্যতে যদি কখনও পর্দায় সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের অফার আসে তাহলে তা খুশি মনে লুফে নেবেন বলে জানান আরাত্রিকা।