তারকা মহলে কি না হয়। প্রতিদিন নিত্যনতুন সমালোচনা থেকে গুঞ্জন। তারকাদের জীবন নিয়ে ভক্তমহলের কৌতূহলের অন্ত নেই। গত বেশ কয়েকদিন ধরে বলিউডে গুঞ্জন শুরু হয়েছিল বচ্চন পরিবারের জুনিয়র দম্পতিদের নিয়ে। বিশ্বসুন্দরী আর জুনিয়র বচ্চন ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা সেই নিয়ে যেন কৌতূহলের শেষ নেই ভক্তমহলে।
সমস্ত গুঞ্জনকে মিথ্যে করে আবারো একসঙ্গে দেখা গেলো অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে। গত কয়েক মাস ধরে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে চলছে তুমুল জল্পনা। সব জল্পনা মিথ্যে করে গুঞ্জনকারীদের মুখে যেন এবার কষে চড় মারলেন তারকা দম্পতি।
একফ্রেমে ধরা দিলেন অভিষেক ঐশ্বর্য
অতিসম্প্রতি একটি পারিবারিক পার্টির সন্ধ্যেতে একসঙ্গে দেখা গেলো অভিষেক ঐশ্বর্য দম্পতিকে। সেখানে রাইসুন্দরির পরিবার ও বন্ধুরা হাজির ছিলেন। ঐশ্বর্যের মায়ের সঙ্গে পুরো খোশমেজাজে হাসিমুখে ছবি তুলেছেন এই দম্পতি। প্রযোজক অনু রঞ্জন সমাজমাধ্যমে ঐশ্বর্য অভিষেক দম্পতির এই ছবি শেয়ার করেন।
আলো ঝলমলে সন্ধ্যেতে একসঙ্গে এক পার্টিতে দেখা গেলো তারকা দম্পতিকে। সেই ছবিই এবার সমাজমাধ্যমে সামনে এলো। ছবিতে তাঁদের সঙ্গে অভিনেত্রী আয়েশা ঝুলকাকেও দেখা যায়। কদিন আগে ঐশ্বর্য দুবাইয়ে একটি ইভেন্টে অংশগ্রহণ করেন। সেখানে তাঁকে শুধুমাত্র ঐশ্বর্য রাই বলে ডাকা হয়। নিজের নাম থেকে বচ্চন পদবী বাদ দিয়েছেন ভেবে দর্শক ভক্তরা নিশ্চিত ধরে নিয়েছিলেন যে তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন।
আম্বানি বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকেই শুরু হয়েছে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক রাই বচ্চনকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু কেন শুরু হয়েছিল এই গুঞ্জন? বিশ্বসুন্দরীর অপরাধ ছিল তিনি শ্বশুরবাড়ির লোকেদের ছাড়া, একা একাই এসেছেন নিমন্ত্রণ রক্ষা করতে। শুধু মেয়েকে নিয়ে একা একা আম্বানি বাড়িতে এসেছিলেন রাইসুন্দরী।
অভিষেক ঐশ্বর্যর নতুন তোলা ছবিতে গুঞ্জন থামলো নেটপাড়ার
অন্যদিকে পুরো বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে। ছেলে মেয়ে সকলকে একসঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। তবে সঙ্গে আসেননি পুত্রবধূ। বিয়ের অনুষ্ঠানে পুরো বচ্চন পরিবারের সঙ্গে একটি ছবিও তোলেন নি ঐশ্বর্য, বলেন নি একটি কথাও। তবে বিয়ে বাড়ির অন্দরে ছবি তুলেছিলেন স্বামী অভিষেকের সঙ্গে। তবে মিথ্যের আড়ালে যেভাবে সত্যি চাপা পড়ে যায় সেভাবেই, গুঞ্জনে চাপা পড়ে গিয়েছিল এই দম্পতির ছবিও।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি তাঁর স্ত্রী কে ঠকিয়েছেন। নিমরত কৌরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে মজেছেন এমন কথাও রটেছিল। সত্যিই তো, বিশ্বসুন্দরীকে যে পুরুষ ধোঁকা দেবে তাঁর অপরাধ ধম্মে সইবে? নিমরতও নিজের ব্যাপারে জানিয়েছিলেন তাঁর রিলেশনশিপ স্ট্যাটাস এখন সিঙ্গেল। মেয়ে আরাধ্যার জন্মদিনে অভিষেক কেনো সোশাল মিডিয়াতে কোনো পোস্ট করেননি সেই নিয়েও ভক্তরা তুলেছেন অভিযোগ। বিয়ের পর থেকে এযাবৎকাল অভিষেক কখনোই ঐশ্বর্যকে যোগ্য সন্মান দেননি একথাও বলা হয়েছে।
সমস্তটাই গুঞ্জন একথা বলেছিলেন অমিতাভ বচ্চন স্বয়ং। শ্বেতা বচ্চনের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা যায় ঐশ্বর্যের ভাইবৌ মিরার কাছে। এতকিছুর পরেও শান্তনা মেলেনি রাইসুন্দরীর ভক্তদের মনে। বারবার অভিযোগ তুলেছেন তাঁরা বচ্চন পরিবারের বিরুদ্ধে। বচ্চন পরিবার তাদের মেয়ে শ্বেতা বচ্চনের নামে পুরো সম্পত্তি লিখে দিয়েছেন বলে ঐশ্বর্য বাড়ি ছেড়েছেন এমন কথাও জানা গেছে।
তবে সব জল্পনার অবসান ঘটলো বোধহয় এই ছবিতেই। এবারে ভক্তরা হয়তো মেনে নেবেন ঐশ্বর্য অভিষেক একসঙ্গেই আছেন। বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন না এই দম্পতি। ২০০৭ সালে একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন এই দম্পতি। বিয়ের ৪ বছর বাদে তাঁদের জীবনে আসে মেয়ে আরাধ্যা। সমস্ত গুঞ্জন থামিয়ে এই দম্পতি আবার একসঙ্গে পথ চলবেন এমনটিই আশা করছেন ভক্তরা।