পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক রবি ঠাকুরকে কখনোই ভোলেন না বাঙালি। ঠিক তেমনিই কবিগুরুকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধার্ঘ জানাতে চলেছেন বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল। আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে কবিগুরুর উদ্দেশ্য শ্রেয়ার গাওয়া গান ‘উজান’। সোমবার রাতে নিজের সোশাল মিডিয়া মাধ্যম থেকে এই খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন শ্রেয়া ঘোষাল নিজে।
বাঙালির অন্তরাত্মায় মিশে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সুরের মূর্ছনায় মোহিত যে কোনো বাঙালি। নিজেদের পরিচয় জানাতে সবার প্রথমে কবিগুরুকে স্মরণ করেন বাঙালি। আর কবিগুরুকে শ্রদ্ধার্ঘ জানাতেও বাঙালি কখনো কনজুস হন না। তাঁর জন্মদিন মৃত্যুদিন থেকে শুরু করে নিজেদের জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ দিনে কবিগুরুকে স্মরণ করেন বাঙালি।
আসছে শ্রেয়া ঘোষাল এর নতুন গান উজান
বাংলার গর্ব শ্রেয়া ঘোষাল। বিশ্ববাসীর কাছে যাদের কথা বলে সহজেই একডাকে বাঙালিকে চিনবে তাঁদের মধ্যে অন্যতম শ্রেয়া। ভারতের সেরা মেলোডি কুইনদের মধ্যে একজন হয়ে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন বহুদিন। সমাজ মাধ্যমে বরাবরই নিজের ব্যক্তিগত ও প্রোফেশনাল জীবনের খবর দেন তিনি। এবারে ভক্তদের খবর দিলেন আসছে ৪ ঠা ডিসেম্বর আসতে চলেছে তাঁর নতুন গান। এই গান কবিগুরুকে শ্রদ্ধার্ঘ জানিয়ে গাওয়া হয়েছে।
আইজিআই অনুষ্ঠিত শ্রেয়া ঘোষালের এই নতুন গানটি লিখেছেন শ্রীজাত বন্দোপাধ্যায়। সুর করেছেন সেলিম সুলায়মান। এই গান নিয়ে শ্রেয়া যে বেশ উৎসাহী তা বোঝা গেছে তাঁর সমাজ মাধ্যমের পোস্ট দেখেই। দর্শকের উদ্দ্যেশ্যে তিনি বলেছেন ‘এই গান আপনাদের শোনানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না’। একই সঙ্গে এই গানে তাঁর সহযোগীদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন
শ্রেয়ার নতুন গান নিয়ে উৎসুক শ্রোতা জনতা
দর্শক জনতাও বেশ আগ্রহী শ্রেয়া ঘোষালের নতুন গান নিয়ে। শ্রেয়া সমাজ মাধ্যমে তাঁর আসন্ন গানের খবর দিতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক শ্রোতারা। তাঁরা মন্তব্য করেছেন শ্রেয়া ঘোষালের গলায় নতুন এই গান শুনতে তাঁরাও আর অপেক্ষা করতে পারছেন না। শ্রেয়াকে সুরের জাদুকর বলেছেন অনেকেই। কেউ আবার বলেছেন সুরের জগতের একমাত্র সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল।