লোকে বলে মন খারাপের সময় তাঁর গান শুনলে মন আরও বেশি খারাপ হয়। সে নাকি তাঁর গানে সকলকে শুধু কাঁদাতেই জানে। তবে সেসব ধারণায় তিনি জল ঢেলেছেন অনেকদিন হলো। কে বলে তিনি শুধুই ব্রেকআপ সং করেন? রোমান্টিক গান থেকে পার্টি সং সবেতেই শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছেন তিনি। কথা হচ্ছে বাংলার জেম অরিজিত সিংএর।
বাঙালির গর্ব অরিজিত সিং। বিভিন্ন ধরনের গানে শ্রোতা মহলের মন ভরিয়ে রেখেছেন তিনি। অনেকে বলেন অরিজিত নাকি শুধু ব্রেক আপ সংই করেন। তাঁর গান শুনলেই খারাপ হয়ে থাকা মন আরও বেশি খারাপ হয়ে যায়। তবে সেসব কথাকে তিনি ভুল প্রমাণিত করেছেন বহুদিন। তাঁর গলায় পার্টি সং থেকে রোমান্টিক গান শুনলে নিমেষেই মন ভালো হয়ে যায়।
তবে এবারে শুধু গানেই থেমে থাকলেন না অরিজিত। বেশ অনেকদিন হলো ভারতের শিল্পীরা গানের সঙ্গে নাচও পরিবেশন করছেন। এই যেমন সুনিধি চৌহানের কনসার্টে তিনি নাচ ও গান সমান তালে করেন। নিমেষেই যেন তিনি টেক্কা দিতে পারেন সেলিনা গোমেজ বা শাকিরার মতো পপ শিল্পীদের। ভারতীয় এই পপ শিল্পী একজন শ্রোতামহলের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও অনেক শিল্পীই আছেন যারা শ্রোতাদের মন ভরিয়ে তুলতে গান ও নাচ একসঙ্গে করছেন।
চালেয়ার ছন্দে স্টেজ মাতিয়ে তুললেন অরিজিত
সেই জোয়ারে এবার ভেলা ভাসালেন অরিজিতও। নিজেরই গাওয়া ‘জওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘চালেয়া’র সুরে পা মেলালেন তিনি। গানের ছন্দে স্টেজেই পরিবেশন করলেন নাচ। সেটাও একদম সিনেমাতে শাহরুখ খান যেভাবে নেচেছেন, সেরকম সিগনেচার স্টেপেই নাচ করলেন অরিজিত।
শীত শুরু হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কনসার্ট অনুষ্ঠান। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে কনসার্ট। শীতের ঠান্ডা আমেজে জীবনে উষ্ণতা ছড়াতে কনসার্টের থেকে ভালো আর কিইবা হতে পারে? তেমনই এক কনসার্টে গান গাইছিলেন ভারতীয় সঙ্গীতের রাজা অরিজিত সিং।
প্রতিবছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করেন অরিজিত সিং। দেশের বাইরে বিদেশেও গায়কের উন্মাদনা তুঙ্গে। এবছরও ইন্ডিয়া ট্যুর শুরু করলেন তিনি। আর তাঁর প্রথম কনসার্ট শো ছিলো বেঙ্গালুরুতে। শনিবার রাতে সেই অনুষ্ঠানের মঞ্চেই অরিজিত সিংকে দেখা গেল একেবারে ফিল্মি মেজাজে।
এতদিন তার সুরের জাদুতেই মুগ্ধ হয়েছেন শ্রোতা-অনুরাগীরা। কিন্তু এবার অরিজিত যে অবতার দেখালেন তাতেও নেটপাড়ায় সাড়া ফেলে দিলেন। গানের তালে চালেয়ার ছন্দে নাচ। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় ভাইরাল হলো। আর সেটা দেখেই ভক্তদের মন্তব্য, ‘শাহরুখের মতোই হুবহু নাচ করেছেন। জড়তার লেশমাত্র নেই অরিজিতের মধ্যে।’ আবার কারও দাবি, ‘অরিজিত তো ‘চালেয়া’র হুকস্টেপে বাদশাকেও টেক্কা দিচ্ছেন।’
গান-নাচ এখানেই শেষ নয়, ভক্তদের গোলাপও দিলেন গায়ক অরিজিত
বেঙ্গালুরুর কনসার্টে একের পর এক গান গাওয়ার পাশাপাশি নাচও করেছেন অরিজিত সিং। কখনও বলিউডি গান, আবার কখনও বা পাঞ্জাবি ভাংড়া। অনুষ্ঠানের শেষ মুহূর্তে বাংলা গানও গেয়েছেন গায়ক। ‘বোঝে না সে বোঝে না’ গানটি দিয়েই শো শেষ করলেন তিনি। তার ফাঁকে আবার অনুরাগীদের দিকে গোলাপ ছুঁড়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে। শোয়ের বিভিন্ন মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল। তবে চলতি বছর অরিজিত সিংয়ের ইন্ডিয়া ট্যুরে কলকাতায় কোনও শো রাখা হয়নি।