আগের দশকের জনপ্রিয় হার্টথ্রব ছিলেন তিনি। লাভার বয় বা চকলেট বয় যে নামই দেওয়া হোক সেই সময় তাঁর জনপ্রিয়তা ছিলো শীর্ষে। তাঁর ছিল নিজস্ব এক ফ্যানবেস। দর্শক তাঁকে সেই রোমান্টিক কমেডি ঘরানাতেই দেখতে ভালোবাসতেন।
কথা হচ্ছে আগের দশকের জনপ্রিয় হার্টথ্রব ইমরান খানের। প্রায় ১০ বছর হতে চললো বড়পর্দা থেকে যেন হারিয়ে গেছেন ইমরান। শুধু বড়পর্দা বলা ভুল হবে , অভিনয় জগতের সঙ্গেই একরকম সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করেছেন ইমরান। তবে অনুরাগীরা আজও অপেক্ষায়। আবার কবে তিনি তাঁর মিষ্টি হাসি দিয়ে অদিতি’কে ডাকবেন বা সিমরন’কে বলবেন ‘আই হেট লাভ স্টোরি’ সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এবারে পর্দায় ফিরছেন ইমরান খান
একসময় হঠাৎ করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছিলেন ইমরান খান। ঠিক যত জলদি কেরিয়ারে সাফল্য এসেছিলো ততো জলদিই আবার তা হারিয়েও যায়। হঠাৎই মুখ থুবড়ে পড়েছিল তাঁর বলিউডের পথচলা। মামা যার স্বয়ং আমির খান তাঁর জীবনেও কিছু করার ছিল না সেই সময়। একটা সময়ের পর অভিনয় ছেড়ে পুরো বলিউড ইন্ডাষ্ট্রি থেকেই বহুদূরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
গত ১০ বছরে মাঝেমধ্যে একটু সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে তাঁকে। মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে টুকটাক সাক্ষাৎ কথা বার্তা এটুকুর বেশি আর সেরম ভাবে চোখে পড়েনি বলিউডের এই তারকাকে। কেন কাজ করছেন না এমন প্রশ্নের উত্তর প্রায় সবসময় এড়িয়ে যেতেন তিনি। অভিনয় ছেড়েছেন, সেও আজ প্রায় ১০ বছর হতে চললো। এবার অবসর থেকে বিরতি নিয়ে ফের কাজে ফিরছেন ইমরান। এবারে আবারো তাঁকে দেখা যাবে পর্দায় সেটাও কিন্তু নায়কের ভূমিকায়। আগের মতোই আবারো প্রেমের ছবিতে দেখা যাবে তাঁকে।
ইমরান ভূমির নতুন সিনেমা কোথায় দেখা যাবে?
নতুন সিনেমায় ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। ইমরানের নতুন সিনেমায় তাঁর প্রেম সঙ্গীনি হচ্ছেন ভূমি। এব্যাপারে জল্পনা চলছিল আগে থেকেই। তবে এবারে তাঁদের ছবি আর বড়পর্দায় আসছে না। নতুন ছবির মুক্তির জন্য ওটিটির প্লাটফর্মককেই বেছে নিলেন তাঁরা। এরআগে দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধে ইমরান ব্রেক কে বাদ সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবির পরিচালক দানিশ আসলামের হাত ধরেই আবারো বলিউডে ফিরছেন ইমরান খান।
একসময় রোমান্টিক কমেডি ঘরনার ছবির জন্য জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ইমরান। এবারে আবার সেই মিষ্টি প্রেমিকের বেশেই আবার ফিরছেন তিনি। সিনেমা পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক দানিশ আসলাম যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ ছবিটি পরিচালনা করেছিলেন।
সূত্রের খবর, এই ছবি রোমান্টিক-কমেডি হলেও ইমরান অভিনীত চরিত্রটি তাঁর বাস্তব বয়সের সঙ্গে মানানসই। আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের শক্তিশালী দিকগুলো ফুটবে ভাল। কিছুদিন আগে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন দানিশ আসলাম। জানিয়েছিলেন, নতুন একটি প্রজেক্টে ইমরানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। তবে এর থেকে বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি। এবারে খবর এলো ভূমির সঙ্গে সিনেমায় জুটি বাঁধবেন ইমরান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২০২৫ সালের মার্চ মাসেই শুরু হয়ে যাবে ইমরান-ভূমির এই মিষ্টি প্রেমের ছবির শুটিং। অধীর আগ্রহে দিন গুনছেন ভক্তরা।
তবে এতদিন বাদে পছন্দের নায়ককে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলো ভক্তরা। কিন্তু তিনি বড়পর্দায় আসছেন না জন্য বেশ কষ্ট পেয়েছেন ভক্তরা। তবে ইমরান তাঁর কামব্যাকের জন্য ওটিটিকেই বেছে নিয়েছেন তিনি। তবে নেটফ্লিক্স নয়, ইমরানের কামব্যাক করার কথা ছিল ডিজনি প্লাস হটস্টার ওটিটিতে। সেটাও আবার ক্রাইম প্লাস থ্রিলার ছবিতে। কিন্তু নানা কারণে সেই ছবির কাজ বন্ধ হয়ে আছে। তারপরেই ইমরানের কাছে আসে এই প্রজেক্ট। সূত্রের খবর, এইমুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার উপর শেষমুহূর্তের কাজ চলছে।