আগামী বছর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ম্যাড হাউজের অন্যতম ছবি ‘হাউজফুল ৫’। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা। ‘হাউজফুল’ মানেই ছবি জুড়ে কমিক রিলিফ। তবে ‘হাউজফুল ৫’ এ এই কমিক রিলিফের সঙ্গে সঙ্গে থাকবে বেশ কিছু রহস্যও যেগুলোর উদঘাটন হবে ছবিতে।
সামনে এলো হাউজফুল ৫ এর কাস্টদের ছবি!
হাউজফুল ৫ এ আবারো প্রধান চরিত্রে দেখা যাবে খিলাড়ি কুমার ও রীতেশ দেশমুখকে। হাউজফুল ফ্রাঞ্চাইজি এদের দুজনাকে ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ। তবে এবারে অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখের সঙ্গে থাকছেন বলিউডের একঝাক তারকা। হাউজফুল ৫-এ দেখা যাবে তারকাদের মেলা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকি শ্রফ, দিনো মোরিয়া অভিনেতাদের। তবে এদের মধ্যে কারা কারা নায়কের ভুমিকায় অভিনয় করবেন এবং কারা পার্শ্ব চরিত্র বা কমেডিয়ান হিসেবে অভিনয় করবেন তা এখনো জানা যায় নি।
শুধুমাত্র নায়কদের নিয়েই ছবির খবর জানালে হবে? নায়িকার ভুমিকায় কারা থাকছেন সে খোঁজও তো করতে হবে। নায়িকার ক্ষেত্রে থাকছে এই ছবিতে বিশেষ চমক। এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যেতে চলেছে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাকরি, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্য শর্মা। জ্যাকলিন ও নার্গিস এই ফ্রাঞ্চাইজির পুরোনো সদস্য। চিত্রাঙ্গদা এরআগে অক্ষয়ের সঙ্গে কাজ করলেও হাউজফুলে তাকে দেখা যাবে প্রথমবার।
হাউজফুল ৫-এ তারকাদের মেলা
হাউজফুল ৫ এর কাস্ট কিন্তু অত্যন্ত লোভনীয়। তার জন্য সিনেমাটিও বেশ বিগ বাজেটের হচ্ছে। নানা পাটেকর থেকে শুরু করে জ্যাকি শ্রফ। কে নেই সিনেমাতে। আছেন পুরনো সদস্য চাঙ্কি পাণ্ডে। এবারে সংবাদ মাধ্যমের কাছে এলো এই সিনেমার পুরো কাস্টিং গ্রুপের একসঙ্গে তোলা একটি ছবি। যেখানে অক্ষয় কুমার থেকে শুরু করে সঞ্জয় দত্ত সকলেই উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের শেষের দিকে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। তবে শোনা যাচ্ছে, এই ছবির মুক্তি আরোও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা এই ছবি।
মুক্তির দিন পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এই ছবির জন্য প্রয়োজন উচ্চমানের গ্রাফিক্স। দর্শকদের সব মিলিয়ে একটি সুন্দর উপহার দিতে চান নির্মাতারা। সেই কারণেই গ্রাফিক্স তৈরি করার জন্য আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন নির্মাতারা।
অন্যদিকে নির্মাতারা মনে করছেন, ‘হাউজফুল ৫’ ৫ গুণ এন্টারটেনমেন্ট নিয়ে আসবে দর্শকদের জন্য। এর আগের ছবিগুলি যথেষ্ট জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। এই ছবিটি আগের ছবিগুলিরই সিক্যুয়াল।