একের পর এক ছবির শ্যুটিং সারছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। কিছুদিন আগেই তিনি তাঁর আসন্ন ছবি ‘সাদা রঙের পৃথিবী’র কাজ শেষ করেছেন। কথা চলছে ‘দেবী চৌধুরাণী’ ছবিটি নিয়েও। এটির কাজও শুরুর পথে। লন্ডন হয়ে ফিরলেন ‘বাবুসোনা’ ছবির শ্যুটিং সেরে। আর এর মধ্যেই সামনে এলো তাঁর নতুন ছবি ‘আমি আমার মতো’র পোস্টার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেখবর নিজেই জানালেন তিনি।
সদ্যই লন্ডন থেকে ‘বাবুসোনা’ ছবির শ্যুটিং করে ফিরেছেন জিতু কামাল ও শ্রাবন্তী চ্যাটার্জি। আবারো কমলেশ্বর মুখার্জীর পরিচালনায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। পরের সেই ছবির নাম, ‘আমি আমার মতো’। আগামী বছর জুলাই মাস থেকে শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। এসকে মুভিজের ব্যানারে প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।
পরিচালক অংশুমান প্রত্যুষের পরে এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতে জুটি বাঁধবেন জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রজতাভ দত্ত। আসন্ন ছবির প্রচার সৌজন্যে ব্যস্ত হয়েছেন শ্রাবন্তী।
সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জিতুর বেশ প্রশংসা করেন। তিনি জানান, তিনি আগেও জিতু কামালের সঙ্গে কাজ করেছিলেন। অভিনেত্রী স্মৃতিচারণ করে বলেন, ” তখন ও সিরিয়াল করত। আমরা একসঙ্গে মহালয়া করেছিলাম। ও শিবের চরিত্রে অভিনয় করে। ওকে অত্যন্ত প্রমিসিং লাগে। ওর অভিব্যক্তি, অভিনয় ভালো লাগে। হাইটটাও ভালো। যাকে বলে হিরো মেটিরিয়াল।”
জিতু-শ্রাবন্তীর আসন্ন গল্পে, জিতুর চরিত্রের নাম উপল ও শ্রাবন্তীর চরিত্রের নাম সায়নী। জিতুর বাবার ভূমিকায় দেখা যাবে রজতাভকে, তাঁর চরিত্রের নাম রসিকলাল। এই প্রথম বাবা ছেলের চরিত্রে দেখা যাবে রজতাভ ও জিতুকে।
গল্পের প্রেক্ষাপট জানা গেছে, বিপত্নীক হওয়ার পরে স্ত্রীয়ের এক বহুমূল্য জিনিসের খোঁজে রসিকলাল যায় লন্ডন শহরে। আর সেখানে আগে থেকেই লিভ ইন করে ছেলে উপল। উপল আর সায়নী দুজনেই আইটি সেক্টরে কর্মরত। আর সেই শহরে এসেই বিবাদ বাঁধে দুই প্রজন্মের।
রসিকলাল মেনে নিতে পারে না উপল ও সায়নীর বর্তমান আদর্শ, ভাবধারা। বাবা ছেলেতে তৈরি হয় বিভেদ। মূল্যবোধ থেকে শুরু করে দুই প্রজন্মের বিভেদ, মজার মোড়কে বর্তমানের বাস্তব এক গল্পকেই তুলে ধরা হবে এই ছবিতে। এই ভাবনা থেকেই ছবির নাম ‘আমি আমার মতো’।
গল্পের ধরনে বোঝাই যাচ্ছে ছবির শ্যুটিং হবে লন্ডনে। এর জন্যই, ফের শ্রাবন্তী আর জিতুর ঠিকানা হতে চলেছে লন্ডন। এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ। তবে মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার।
প্রসঙ্গত, সামনেই মুক্তি পাবে রজতাভ দত্তর নতুন ছবি, ‘আদর’। একটি হাতিকে ঘিরে তৈরি হয়েছে এই ছবির গল্প। পরিচালনায় আছেন দেবদূত ঘোষ। আবার পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ওটিটি সিরিজেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।
জিতুরও একাধিক ছবি পাইপলাইনে রয়েছে। বং ক্রাশ ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধে একটি ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন জিতু। ছবির নাম ‘আপনজন’।