সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে সোনু নিগমকে ২০০৮ সালে আদিত্য চোপড়ার রোমান্টিক কমেডি সিনেমা ‘রব নে বানা দি জোড়ি’র ‘ফির মিলেঙ্গে চলতে চলতে চলতে’ গানটি গাইতে দেখা যায়। এরপরে এক ব্যক্তি মঞ্চে উঠে পড়ে। আর দেখা যায়, বেশ ভয়ঙ্করভাবেই সে সোনুর দিকে এগিয়ে যায়। তবে ভিডিয়োতে ধরা পরে, গায়ক পাশ কাটিয়ে যেতেই নিরাপত্তারক্ষীরা সেই লোকটিকে ধরে নিয়ে যায় একপ্রকার চ্যাংদোলা করে। অবশ্য সোনু বা তাঁর টিমের পারফরমেন্সে একফোঁটা প্রভাব ফেলতে পারেনি এই ঘটনা।
কি ঘটেছিল সোনুর সঙ্গেমঞ্চে তেড়ে এল ভক্ত, গান গাওয়া না থামিয়ে পরিস্থিতি সামলালেন সোনু। ভাইরাল হলো সেই মুহূর্তের ভিডিয়ো। একটি কনসার্ট চলাকালীন সোনু নিগম যখন গান গাইছিলেন এক বিন্দুও গণ্ডগোল করেননি তিনি, তবু মঞ্চে এক ভক্ত তাঁর দিকে তেড়ে এসেছিলেন। নিরাপত্তারক্ষীরা ওই দুষ্কৃতীকে তৎক্ষণাত পাহারা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান ও পরে বেধড়ক মারধর করেন।
তবে এই প্রথমবার নয়, এর আগেও কনসার্টের মাঝে ভক্তদের জন্য হেনস্থা হতে হয়েছে গায়ক-গায়িকাদের। কিছুদিন আগে তো ভরা মঞ্চে লেজার লাইট এসে পড়ে ভারতের জামাই নিক জোনাসের বুকে। ভয় পেয়ে স্টেজ থেকে নেমে যান বিশ্বসুন্দরিপতি। তবে সোনু নিগম কিন্তু সেরকমটা করলেন না মোটেই। এক ভক্ত তো রীতিমতো তাড়া করে আসে গায়কের দিকে। তবে তাঁকে পাশ কাটিয়ে লাফ মেরে সরে যান সোনু। আর মজার ব্যাপার হল, তাতে গান তো থামানই নি। সঙ্গে তাল, ছন্দেও কোনো ভাঁটা পড়েনি।
কি বললেন ভক্তরা?
সোনুর এই প্রতিভায় মুগ্ধ হয়েছে ইন্টারনেটবাসী। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিয়োটিতে হিন্দিতে মন্তব্য করেছেন, যাই ঘটুক না কেন, গান বন্ধ করা উচিত নয়। আরেকজন কমেন্ট সেকশনে লিখেছেন, অরিজিৎ সিং নাকি ঠিকই বলেছিলেন যে সোনু নিগম কখনই সুর ছাড়ে না। তৃতীয়জন মন্তব্য করেছেন, এই ব্যাপারটি একেবারে আশ্চর্যজনক ছিল। সোনু যেভাবে লোকটিকে এড়িয়ে গেল এবং নিখুঁতভাবে গান চালিয়ে গেল তা প্রশংসাযোগ্য।
চতুর্থজন মন্তব্য করন, এই কারণেই সোনু নিগম কিংবদন্তি।অনেক ভক্তই কমেন্ট সেকশনে নিক জোনাসের কথাও টেনেছেন। সেদিন প্রাগে যেভাবে গায়ক-অভিনেতা নিক জোনাস মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যান এবং তাঁর নিরাপত্তারক্ষীদের সতর্ক করেন। আসলে একজন ভক্ত তার সহকর্মী জোনাস ব্রাদার্সের সঙ্গে পারফর্ম করার সময় তাঁর দিকে লেজার তাক করে। তাই সোনুর ঘটনার ভিডিয়োতে ব্যবহারকারী দাবি করেন, একই ধরনের ঘটনায় সোনুর প্রতিক্রিয়া নিকের একদম বিপরীত। তবে গায়িকের নিরাপত্তা নিয়ে চিন্তাও প্রকাশ করেছেন কেউ কেউ। আর বারবার এমনসব ঘটনা ঘটায় চিন্তা একটা থেকেই যায়।
ভক্তরা বলেন এরা কি করে স্টেজে উঠে আসে। আরও সতর্ক থাকা উচিত। তবে কেউ কেউ আবার বলে, আক্রমণকারীকে মারধর করার দরকার ছিলো না। মঞ্চ থেকে নামিয়ে দিলেই হত। এতটা বাড়াবাড়িও উচিত নয়। আবেগের বশে বা বেশি নেশা করে ফেলেছিলো হয়তো।