খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘ভুলভুলাইয়া ৩’। দর্শকরা আবারও একবার রুহ বাবার ম্যাজিক দেখতে চলেছেন বড় পর্দায়। তবে এই আসন্ন ছবির সবচেয়ে বড় চমক ফের একবার ভুলভুলাইয়া ফ্রাঞ্চাইজিতে ফিরছেন মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালান। অর্থাৎ ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে দেখা যাবে তাকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।
একসঙ্গে নাচের ছন্দে বিদ্যা – মাধুরী
আগেই জানা গিয়েছিল এই ছবিতে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত,কিন্তু পূর্বে অভিনেত্রীর চরিত্র সম্পর্কে খোলাসা করে কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির ট্রেলার দেখে দর্শকরা মাধুরীর চরিত্র কেমন হতে পারে সেই সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পেরেছেন ইতিমধ্যে। ট্রেলারের একটি অংশে মাধুরীকে জোর গলায় বলতে শোনা যায় , ” আমি মঞ্জুলিকা”।
অর্থাৎ বোঝা যাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে দর্শকরা মাধুরী বনাম বিদ্যা বালানের মুখোমুখি লড়াই দেখতে চলেছেন। কে আসলে মঞ্জুলিকা সেই প্রশ্ন জেগেছে দর্শকদের মনে। এই ছবিতে মাধুরী , বিদ্যা এবং কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। ছবির ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য মাধুরী এবং বিদ্যার একটি নাচের দৃশ্যের ঝলক ফুটে উঠে, ওই কয়েক সেকেন্ডের দৃশ্যই আলোড়ন সৃষ্টি করেছে অনুরাগীদের মধ্যে।
প্রকাশ্যে গানের টিজার
ভুলভুলাইয়া ফ্রাঞ্চাইজির অন্যতম জনপ্রিয় গান ‘ আমি যে কে তোমার ‘ – এ একসঙ্গে পা মেলাবেন এই দুই অভিনেত্রী। এবার প্রকাশ্যে আসলো সেই গানেরই দশ সেকেন্ডের ছোট টিজার। এই টিজারে মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানকে দেখা গেল একদম ক্লাসিকাল নাচের পোশাকে। টিজারের শেষে শ্রেয়া ঘোষালের কণ্ঠে শোনা গেল সেই লাইন ‘ আমি যে কে তোমার ‘। সুতরাং এই বিষয় স্পষ্ট যে এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ‘ভুলভুলাইয়া ৩’ ছবির নির্মাতাদের পক্ষ থেকে গানটির নাম দেওয়া হয়েছে ‘ আমি যে কে তোমার ৩.০’।
এর আগে ‘ভুলভুলাইয়া ৩’ ছবির টাইটেল ট্র্যাক এবং একটি রোমান্টিক সং সামনে এসেছে , যা বেশ পছন্দ করেছেন সকলে। রুহ বাবা ওরফে কার্তিক আরিয়ান আবারও নিজের অভিনয় গুণে মুগ্ধ করবেন সকলকে সেই নিয়ে আশাবাদী দর্শক এবং অনুরাগীরা।
তবে দীপাবলী উপলক্ষে শুধু ‘ভুলভুলাইয়া ৩’-ই নয় বক্স অফিসে মুক্তি পেতে চলেছে আরও এক জনপ্রিয় ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি। রোহিত শেট্টি পরিচালিত ‘ সিংঘম এগেন’ একই সঙ্গে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে শেষ হাসি হাসবে কোন ছবি, সেই উত্তর দেবে সময়।