দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে জওয়ান, বলিউডের একচ্ছত্র অধিপতি কিং শাহরুখ খান। প্রায় ৩৩ বছর ধরে বলিউডে নিজের রাজত্ব চালাচ্ছেন কিং খান। ১৯৮৮ সালে দূরদর্শনে ফৌজির চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু হয়। এরপর ১৯৯২ সালে মুক্তিপায় তাঁর প্রথম সিনেমা ‘দিল আশনা হ্যায়’। ১৯৯৩ এ তাঁর অভিনীত দুটি সিনেমা ‘ডর’ এবং ‘বাজিগর’ মুক্তিপায় যা তাঁর কেরিয়ারে ব্যাপক সাফল্য এনে দিয়েছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। প্রসঙ্গত এই দুটি ছবিতেই তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন।
পর্দায় আবার খলনায়ক কিং শাহরুখ খান?
কিং শাহরুখ খান এর পরবর্তী সিনেমায় তাঁকে আবারো সেই খলনায়কের ভূমিকায় দেখা যাবে কিনা সেই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এর আগে ‘ডন ২’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জিতেছিলেন। রোমান্টিক বাদশাহকে খলনায়ক হিসেবেও দারুন মানিয়েছিল। অনেক ভক্ত তো বলেই বসেছেন, প্রেমিক শাহরুখের থেকেও নাকি ভিলেন শাহরুখের অভিনয় বেশি প্রশংসনীয়।এবারে বড়পর্দায় আসতে চলেছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘কিং’। ছবিটি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। উন্মাদনা তো কাজ করবেই , শাহরুখের ছবি বলে কথা। সঙ্গে এই ছবিতে নাকি শাহরুখের সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। সব মিলিয়ে দর্শক এই ছবি নিয়ে ভীষণ আগ্রহী।বিপুল চমকে ভরা এই সিনেমাটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ।
বাজীগর, ডর , আনজাম এর তালিকায় এবার নয়া সংযোজন কি কিং?
এবারে কি তিনি শাহরুখকে আবার কোনো নেগেটিভ চরিত্রে উপস্থাপন করবেন? সে সম্পর্কে বেশি কিছু জানা যায় নি এখনো। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কিং সিনেমাতে শাহরুখ খানকে দেখা যাবে একজন হত্যাকারীর চরিত্রে। এবারে সেটি ইতিবাচক নাকি নেতিবাচক সেটা জানা যাবে সময় হলেই।বাবা মেয়ের চরিত্র কেমন হবে?শাহরুখ খানের পরবর্তী এই ছবিতে পর্দায় তাঁর সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকে। পরিচালক সুজয় ঘোষের হাত ধরেই বলিউডে পা রাখবেন সুহানা। বড়পর্দায় এটিই তাঁর প্রথম ছবি।
আরও পড়ুন
এরআগে ওটিটিতে ‘দ্য আর্চিস’ সিরিজের মাধ্যমে সে প্রথম বলিউডে কাজ শুরু করেন। এই ছবিতেও সুহানা শাহরুখকে কিছুটা বাবা মেয়ে চরিত্র দেখা যেতে পারে বলে আশা করছেন অনেকে। তবে সেটি নিজের মেয়ে নয়। পরিবার হারা একটি মেয়েকে শাহরুখের ছত্রছায়ায় দেখা যাবে বলে জানা গেছে। কিছুটা বাবা মেয়ের মেলবন্ধন তৈরি হতেই পারে এই সিনেমায়। সূত্রের খবর অনুযায়ী, সুজয় ঘোষ পরিচালিত এই ছবিটির প্লট ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইংরেজি ছবি থেকে নেওয়া হয়েছে। সিনেমার নাম, ‘লিওন: দ্য প্রোফেশনাল’। দুটো ছবির গল্প পুরোপুরি এক না হলেও মূল প্লট একই বলে জানা গেছে। তবে এই সিনেমাতে কিং খানকে আবার দেখা যাবে অ্যাকশন চরিত্রে। এর আগে ২০২৩ সালে পরপর মুক্তিপ্রাপ্ত তাঁর দুটি ছবি ‘পাঠান’এবং ‘জওয়ানে’ তাঁকে অ্যাকশন চরিত্রে দেখা গেছে। যা বেশ ভালোভাবেই মন জিতেছে দর্শক ভক্তদের। রোমান্টিক বাদশাহর আদল ভেঙে তিনি যে নতুনভাবে নিজেকে উপস্থাপন করছেন তা মন জিতেছে সকলের। এই ছবিতে তাঁদের সঙ্গে আরও দেখা যাবে অভিনেতা অভিষেক বচ্চনকে।
প্রতিবেদন : প্রিয়াংকা সরকার