বিগত কয়েক মাস ধরেই জোর জল্পনা টলিপাড়ায়। এ বার নাকি ঘর ভাঙতে চলেছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার। অনেকদিনই তারকা দম্পতিকে আর এক ফ্রেমে দেখা যায় না। এমনকী মেয়েদের সঙ্গেও বাবাকে বিশেষ দেখা যায় না সেই থেকে। যদিও এই প্রসঙ্গে সরাসরি কোনওদিনই কেউ মুখ খোলেননি। তবে নীলাঞ্জনা বা তাঁর বড় মেয়ে সারাকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছে বারবার। যা উঠে এসেছে আলোচনায়।
জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সারা – জারাকে কী শেখান প্রযোজক মা?
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ নামক পডকাস্টের টিজার। সেখানে অতিথি হিসেবে উপস্থিত নীলাঞ্জনা। অনুপ্রেরণামূলক নারী হিসেবে নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি। সেখানেই কথা প্রসঙ্গে উঠে এল মহিলাদের আয়ের প্রসঙ্গ। প্রযোজক নীলাঞ্জনাকে বলতে শোনা গেল, ‘আমি এটা আমার মেয়েদেরও বলি, যে তোমরা কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই পারো, কিন্তু সবসময় নিজের জন্য কিছু করার চেষ্টা করে যাবে।’একসময় নিজে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সংসার ও দুই মেয়েকে নিয়ে কাটে একটা সময় পর্যন্ত। তার পর নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেন এ অভিনেত্রী। এমনিতেই দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুবই সচেতন নীলাঞ্জনা।
বড় মেয়ে সারা মডেলিং করছেন। আন্তর্জাতিক বিপণন সংস্থার হয়ে ইতোমধ্যে মার্জার সরণিতে হেঁটেছেন। ছোট মেয়ে স্কুলে পড়ছে, পাশাপাশি বাড়িতে ছোটখাটো ব্যবসাও শুরু করেছেন এ অভিনেত্রী।একটা সময় টালিউডে ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত ছিলেন। কিন্তু সেনগুপ্ত দম্পতিও যে বিচ্ছেদের পথে হাঁটবেন, তা ভাবতে পারেননি তাদের ভক্ত-অনুরাগীরা, ভাবেননি সহকর্মীরাও।শেষ সেলিব্রিটি প্রিমিয়ার লিগে যেখানে বাংলার টিমের অধিনায়ক ছিলেন যিশু, সেখানেও ট্রফি জেতার পরে একসঙ্গে সেলিব্রেট করতে দেখা যায় গোটা পরিবারকে।তবে কি যিশু-নীলাঞ্জনার সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে?সূত্রের খবর,বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন যিশু, গুঞ্জন এমনই। তবে নির্দিষ্ট কোনও তথ্য বা অভিযোগ এখনও কেউ কারও বিরুদ্ধে করেননি।মুম্বই গিয়েই নাকি শিনাল সুর্তির সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি অভিনেতার আপ্তসহায়ক। পুজোর সময়েও দুই মেয়ে, সারা ও জ়ারাকে নিয়ে কলকাতা ছেড়ে মুম্বইয়ে ছিলেন।