উৎসবের মরশুম শুরু হতে চলেছে বলিউডেও। উৎসবের প্রস্তুতি নিচ্ছেন প্রায় সকল তারকাই। সামনেই দিওয়ালী, এসময় বলি তারকারা ছুটির মেজাজে থাকেন। কেউ হয়তো পরিবারের সঙ্গে উৎসব পালন করেন আবার কেউ যান একেলা বা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে।পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম। শহরে ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে সোনম কাপুর ও তাঁর পরিবার পাড়ি দিয়েছিলেন মালদ্বীপে। সেখানে পরিবারের সকলের সঙ্গে উপভোগ করেছেন সমুদ্রের শান্তি। স্বামী আনন্দ আহুজা ও তাঁদের ছেলে বায়ু ছাড়াও সঙ্গে ছিলেন তাঁর বোন রিয়া কাপুর এবং তাঁর স্বামী করণ বুলানি। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খাবার খাওয়া বা পারিবারিক সময় কাটানো সবটাই উপভোগ করেছেন সোনম। জীবনে পরিবারের ভূমিকা কি এবং পারিবারিক সময় কতটা গুরুত্বপূর্ণ সেকথাও বেশ ভালই উপলব্ধ করেছেন অভিনেত্রী। সোনম মালদ্বীপে দারুণ মজায় ও শান্তিতে ছুটি কাটিয়েছেন। দুই বোনের পরিবার বেশ নিজেদের মতো সময় কাটিয়েছেন।
ছুটির মেজাজে সোনম
তাঁদের সেই সুন্দর মুহূর্তের কিছু ছবিও সোনম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যা ইতিমধ্যেই মন জিতেছে ভক্তদের। ক্যাপশনে সোনম লিখেছেন তাঁর এই ট্রিপটি ম্যাজিকাল ছিলো। বাঁধাধরা জীবন থেকে কদিন পালাতে পারে অভিনেত্রী ভীষণ আপ্লুত।ছুটিতে গিয়ে স্বামী আনন্দের সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন অভিনেত্রী। ছেলে বায়ু’র সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছেন অভিনেত্রী। গল্প,মজা,আড্ডায় সময় কেটেছে বোন ও ভগ্নীপতির সঙ্গেও। সাগরের নীল জলে তাঁরা সকলে স্নরকেলিং করেছেন। সমুদ্র সৈকতেই খেলেছেন নানা রকমের খেলা। পরিবারের সকলে মিলে খোলা আকাশের নীচে বসে গল্প করেছেন। আর এসব কিছুর জন্যই তিনি তাঁর পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সোনম ক্যাপশনে আরও বলেন, তাঁদের ছুটি কাটানো শেষ হওয়ার পরেও তিনি নিজের ভেতর তাঁদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর প্রতিফলন দেখছেন।
ট্রিপটি তাঁর কাছে ম্যাজিকাল ছিলো। এরকম ঘুরতে যাওয়া, একান্তে সময় কাটানো মানুষের আত্নাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করে। মানুষে-মানুষের বন্ধন আরও দৃঢ় করে। ভ্রমণ কেন্দ্রে পৌঁছে থেকেই সেখানকার দ্বীপগুলোর অসাধারণ সৌন্দর্য্য দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।সাগরের নীল জল, নরম সাদা বালি এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীর তাঁদের পারিবারিক অ্যাডভেঞ্চারকে আরও কয়েকগুণ চমৎকার করে তুলেছিল। প্রতিটি সূর্যোদয় যেন জীবনের এক একটা উপহার বলে মনে হত। প্রতিটি নতুন দিন তাঁদের নতুন সৌন্দর্য উপহার দিত ও প্রকৃতির সৌন্দর্যের কথাও মনে করিয়ে দিত।সোনম উল্লেখ করেছেন যে, তাঁর ছেলে বায়ু কীভাবে প্রকৃতির বিস্ময়কে নতুন ভাবে আবিষ্কার করত।
তিনি লেখেন, ‘আমাদের দিনগুলি হাসি, নতুন কিছু খোঁজা এবং একসঙ্গে বাঁধা ছিল। আমরা রঙিন মাছের মধ্যে স্নরকেলিং করতাম, সমুদ্র সৈকতে খেলা করতাম বা পুলের পাশে আরাম করতাম, প্রতিটি মুহূর্ত ছিল খুব খুব বিশেষ। সন্ধ্যায়, আমরা খাবারের জন্য জড়ো হতাম। এই ছুটি আমাদের পারিবারিক সময়ের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত একসঙ্গে উপভোগ করার আনন্দ দিয়েছে।’বেশ অনেকদিনই বড়পর্দায় আর দেখা যায় না বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুরকে। পরিবার ও ফ্যাশন জগত নিয়েই ব্যস্ত ছিলেন বেশ কিছুদিন। তবে এরপর সোনমকে তাঁর পরবর্তী সিনেমা ‘ব্যাটল ফর বিত্তোরা’তে দেখা যাবে। এই ছবিটি তৈরি হবে লেখিকা অনুজা চৌহানের লেখা ‘ব্যাটল ফর বিত্তোরা’ উপর ভিত্তি করে। লেখিকার বেস্ট সেলার উপন্যাসের একটি গল্প এটি।
প্রতিবেদন: প্রিয়াংকা সরকার